পাকিস্তানের চরম নড়বড়ে অর্থনীতিকে চাঙ্গা করতে কার্যকরী দাওয়াইয়ের খোঁজ করা প্রধানমন্ত্রী ইমরান খান এখন রাশিয়া সফরে। এর আগে সেরেছেন চীন সফরও। যা মোটেও ভালো চোখে দেখেনি আমেরিকা। তবে রাশিয়া সফরে বড়ো এক বিতর্কের সৃষ্টি হয়েছে ইমরানের করা এক মন্তব্যকে ঘিরে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) মস্কোর মাটি ছুঁয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিমান। বিমান থেকে বেরিয়ে এসে রাশিয়ার এক কর্মকর্তাকে ইমরান খান বলেন, ‘কী দারুণ সময়ে রাশিয়া এলাম। রোমাঞ্চকর ব্যাপার!’ মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।
মস্কোয় বিমান থেকে নামার পর ইমরান খানের এমন মন্তব্যে অনেকে তীব্র সমালোচনা করছেন।
এদিকে ঘটনাচক্রে ইমরানই প্রথম কোনো রাষ্ট্রনেতা যিনি ইউক্রেন আক্রমণের পর প্রথম রাশিয়া সফর করলেন। সেখানেই তার এমন মন্তব্যে বিস্মিত দুনিয়া। গত দুই দশকে এই প্রথম পাকিস্তানের কোনো রাষ্ট্রপ্রধান রাশিয়া সফরে গেলেন।
ইমরান এমন এক সময় মস্কো সফর করছেন, যখন ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরোধিতা করে মস্কোর ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সমাজ।
আরও পড়ুন: ইউক্রেনে হামলা বন্ধ করুন, পুতিনকে মোদী
ইমরানের সফর শুরুর আগেই হোয়াইট হাউজ কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছে, রাশিয়া যেভাবে ইউক্রেনের ওপর আগ্রাসন চালাচ্ছে, বিশ্বের প্রতিটি দায়িত্বশীল দেশেরই উচিত তার নিন্দা করা। এই পরিস্হিতিতে আচমকাই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন টেলিভিশন বার্তা দিয়ে ইউক্রেনে হামলা করেছেন। শুরু হয়ে গেছে তিন দিক থেকে ইউক্রেনকে ঘিরে ধরে সাঁড়াশি আক্রমণ।
একাত্তর/এসি