ইউক্রেন যুদ্ধে রাশিয়া রাসায়নিক বা জৈব অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে বলে সতর্ক করেছে হোয়াইট হাউজ। যদিও এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি ওয়াশিংটন।
বৃহস্পতিবার (১০ মার্চ) বিবিসি জানায়, মার্কিন প্রেস সেক্রেটারি জেন পিসাকি রুশ হামলার বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি পিসাকি বলেন, ইউক্রেনে যুক্তরাষ্ট্র জৈব ও রাসায়নিক অস্ত্রের ল্যাব পরিচালনা করছে বলে রাশিয়া যে দাবি করেছে তা অযৌক্তিক।
রাশিয়া এসব মিথ্যা দাবি তুলে তাদের পূর্বনির্ধারিত হামলার ন্যায্যতা প্রতিষ্ঠার 'নিশ্চিত ষড়যন্ত্র' করছে বলেও অভিযোগ করেন তিনি।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন পিসাকি
এদিকে রাশিয়া ইউক্রেনে থার্মোবারিক রকেট ব্যবহার করেছে বলে দাবি করেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী। বুধবার এক টুইট বার্তায় এমন দাবি করেন তিনি।
থার্মোবারিক এক ধরনের রকেট ভ্যাকুয়াম বোমা। যা আশেপাশের বাতাসে থাকা অক্সিজেন শোষণ করে উচ্চ-তাপমাত্রার বিস্ফোরণ ঘটাতে সক্ষম।
তবে পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে জৈব ও রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তুললেও রাশিয়া পাল্টা অভিযোগ তুলেছে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে।
ইউক্রেনে একটি সামরিক জীবাণু অস্ত্র কর্মসূচিকে কেন যুক্তরাষ্ট্র সমর্থন দিয়েছিল- তার ব্যাখ্যা দিতে ওয়াশিংটনের প্রতি দাবি জানিয়েছে মস্কো। বুধবার (৯ মার্চ) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সংবাদ সম্মেলনে ওই কর্মসূচিতে প্লেগ ও এ্যানথ্রাক্সের মত মারাত্মক জীবাণু নিয়ে কাজ চলছিল বলে দাবি করেন।
মারিয়া এ ব্যাপারে ওয়াশিংটনের ব্যাখা দাবি করে বলেন, বিশেষ অভিযানের সময় এ ধরণের কর্মসূচির সাক্ষ্য-প্রমাণ ও দলিলপত্র পাওয়া গেছে। এতে দেখা যায়, ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয় ২৪শে ফেব্রুয়ারির পর এসব জীবাণুর নমুনা ধ্বংস করার আদেশ দিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: অবশেষে দেশে ফিরলেন লিবিয়ায় আটক ৭৪ বাংলাদেশি
যুক্তরাজ্যের রুশ দূতাবাসের এক বিবৃতিতে দাবি করা হয় ইউক্রেনীয় ল্যাবরেটরিতে জৈব অস্ত্র তৈরির উপাদান তৈরি হওয়ার ‘সাম্প্রতিক নথি পেয়েছে’ তারা। এসব অস্ত্র তৈরিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় অর্থায়ন করছে বলে দাবি করে রুশ দূতাবাস।
তবে রাশিয়ার ওই অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলেছে, বহু বছর ধরে ইউক্রেন এবং অন্য দেশগুলো নিয়ে এই একই ধরনের ভুয়া তথ্যের প্রচারণা চালিয়ে আসছে রাশিয়া।
একাত্তর/আরবিএস