ইউক্রেনে রাশিয়ার হামলার এক মাস পার হলো। ন্যাটো সামরিক জোটের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা গতকাল বুধবার সংবাদ সংস্থা এপি-কে বলেছেন, এক মাসে সাত হাজার থেকে ১৫ হাজার রুশ সৈন্য নিহত হয়েছে।
বিবিসি জানিয়েছে, এই লড়াইয়ে ৩০ হাজার থেকে ৪০ হাজার রুশ নাগরিক আহত কিংবা নিহত হয়েছে।
তবে গত ২ মার্চের পর থেকে সরকারিভাবে আহত ও নিহতের তথ্য প্রকাশ করেনি রাশিয়া। ওই সময় রাশিয়া জানিয়েছিল, তাদের ৫০০ সৈন্য নিহত হয়েছে।
আফগানিস্তানে রাশিয়ার উপস্থিতির ১০ বছরে নিহত হয়েছে ১৫ হাজার সৈন্য। সেই তুলনায় মাত্র এক মাসেই সমান সংখ্যক রুশ সৈন্য নিহত হওয়ার দাবি উঠেছে ইউক্রেনে।
ইউক্রেনও নিজেদের সৈন্য নিহতের ব্যাপারে তথ্য প্রকাশ করছে না। প্রায় দুই সপ্তাহ আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, তাঁর দেশের ১৩০০ সৈন্য প্রাণ হারিয়েছে।
একাত্তর/এআর