ইসরাইলে বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ মার্চ) পূর্ব ইসরাইলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের পূর্বে বেনি ব্র্যাকে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির প্যারামেডিকসরা। এক সপ্তাহের ব্যবধানে দেশটিতে তৃতীয়বারের মতো হামলার ঘটনা ঘটলো। তবে এ হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
ইসরায়েলি সম্প্রচার মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে বেনি ব্র্যাকের পথে কালো পোশাকধারী এক ব্যক্তি অস্ত্র নিয়ে ঘুরতে দেখা গেছে।
দেশটির পুলিশের দাবি, এ ঘটনার পর হামলাকারীকে চিহ্নিত করা গেছে। তাদের দাবি, ২৬ বছর বয়সী ওই হামলাকারী ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরের একজন ফিলিস্তিনি। এর আগেও কিছুদিন জেল খেটেছিলেন ওই ব্যক্তি।
এর আগে গত রোববার (২৮ মার্চ) ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি শহরে বন্দুকধারীদের হামলায় দুইজন নিহত হন।
দেশটির পুলিশ জানায়, ওই হামলাকারীদের মধ্যে একজন ছিলেন আরব-ইসরায়েলের নাগরিক। উত্তরের তেল আবিবের হাদেরার প্রধান সড়কে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরে পুলিশের পাল্টা গুলিতে দুই বন্দুকধারীও নিহত হন।
এ ঘটনার পাঁচ দিন আগে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর বীরশেবায় হামলায় চার ইসরায়েলি নাগরিক নিহত হন এবং আহত হন আরও বেশ কয়েকজন। পরে ওই দুই হামলার ঘটনার দায় স্বীকার করে ইসলামি জঙ্গি গোষ্ঠী (আইএস)।
আরও পড়ুন: অনাস্থা ভোটের আগেই সঙ্গী হারিয়ে বিপদে ইমরান খান
এদিকে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াসহ হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও মঙ্গলবারের হামলার নিন্দা জানিয়েছেন।
একাত্তর/এসি