সেকশন

বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
 

অ্যারিজোনার মরুতে উড়োজাহাজের সুবিশাল কবরস্থান

আপডেট : ৩০ মে ২০২২, ০১:৩৮ পিএম

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা মরুভূমিতে সারি বেঁধে দাঁড়িয়ে আছে কয়েক হাজার যুদ্ধবিমান থেকে শুরু করে যাত্রীবাহী উড়োজাহাজ। যেনো বিমানের কবরস্থান।

যাকে বিশ্বের বৃহত্তম বিমান সংরক্ষণ কেন্দ্র বলা হয়ে থাকে। বছরের পর বছর পড়ে থাকতে থাকতে বেশিরভাগই এখন ধ্বংসের অপেক্ষায়।

শরীরে জমেছে ধুলো, কারও ডানায় ধরেছে মরচে। তবু কেউ কেউ এখনও বীর বিক্রমে ওড়ার অপেক্ষায়। চায় শত্রুপক্ষকে গুঁড়িয়ে দিতে। কিন্তু তার বেশিরভাগ সঙ্গীই মৃতপ্রায়।

জায়গাটা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুকসনে। এখানেই রয়েছে যুদ্ধবিমানের কবরস্থান। মরুভূমিতে এমনই হাজার হাজার যুদ্ধবিমান সারি বেধে দাড়িয়ে আছে। 

তবে এই কবরস্থানে সবাই মৃত নয়, কেউ কেউ মৃত্যুর অপেক্ষায়। কেউ এখনও আবার আকাশে ডানা মেলার অপেক্ষায়।

২,৬০০ একর জুড়ে থাকা ডেভিস-মন্থান বিমান ঘাঁটিতে প্রায় চার হাজার বিমান সাজিয়ে রাখা হয়েছে। যাকে বিশ্বের বৃহত্তম বিমান সংরক্ষণ কেন্দ্র বলা চলে।

এই সামরিক বিমানগুলোকে যুদ্ধের সময় সাময়িক ভাবে ‘পার্ক’ করা হয় অথবা, পরে বিক্রি কিংবা পুনর্ব্যবহারের জন্য রেখে দেয়া হয়।

কিন্তু বছরের পর বছর পড়ে থাকতে থাকতে বেশিরভাগ ধ্বংসের অপেক্ষায়। কেন অ্যারিজোনায় রাখা হয় এই যুদ্ধবিমান?

ঘাঁটির চারপাশে শুষ্ক আবহাওয়া সেই স্থানটিকে বিমান সংরক্ষণের আদর্শ জায়গা করে তুলেছে। কম আর্দ্রতার জন্য মাটি এতোই শক্ত যে বিশাল বিমান রাখা হলেও তা মাটির ভেতরে ঢোকে না।

বিশালাকার কার্গো উড়োজাহাজ থেকে ভারী বোমারু বিমান থেকে যাত্রীবাহী বিমান, সবই থাকে অ্যারিজোনান সেই ডাম্পিং স্টেশনে।

যাদের আর একেবারেই ওড়ানো যাবে না, তাদেরও রাখা হয়। কোনও সময় খুচরো যন্ত্রাংশের প্রয়োজন হলে সেগুলোকে ব্যবহার করা হয়।

ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য বিমানের ইঞ্জিন এবং জানালা সব সময় সাদা, অর্থাৎ আলো প্রতিফলিত হবার উপাদান দিয়ে ভাল করে ঢেকে দেয়া হয়।

এভাবে ঢাকা অবস্থায় নির্দিষ্ট পরিবেশে একটি বিমানকে বছরের পর বছর ধরে নিরাপদে সংরক্ষণ করা হয়। উড়োজাহাজের এই কবরস্থান দেখতে আমেরিকানদেরও রয়েছে অনেক কৌতুহল।


একাত্তর/এসএ

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের একটি নির্বাচনী অফিস লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা।
মৃত্যুর পর কী আছে? আদৌ কিছু আছে নাকি, মৃত্যু শুধুই মানব জীবনের শেষ ধাপ। এই প্রশ্ন দীর্ঘকাল ধরে ভাবিয়ে আসছে। তবে মৃত্যুর পরও জীবনের ধারাবাহিকতা ধরে রাখতে কতই না পদক্ষেপ নিয়েছে মানুষ। আর এর মধ্যে...
পৃথিবী নামের এই গ্রহ জন্মলগ্ন থেকেই নানা রহস্যে ঘেরা। রহস্যের উদঘাটন করেই মানব সভ্যতা এগিয়ে চলছে। কিন্তু এমনও অনেক রহস্য এই গ্রহের বুকে রয়েছে যার সমাধান এখনও হয়নি। সে রকমই এক রহস্য মেক্সিকোর...
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের সরকার মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসী ঠেকানোর লক্ষ্যে তৈরি একটি অস্থায়ী দেয়াল সরিয়ে ফেলতে রাজি হয়েছে। এই দেয়ালের কার্যকারিতা নিয়ে প্রতিবাদ শুরু হওয়ার পর এই...
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত আমেরিকার নিউইয়র্ক ও নিউজার্সি। ডুবে গেছে রাস্তাঘাট। বাদ পড়েনি মেট্রো স্টেশন, পেট্রল পাম্পও। বাতিল করা হয়েছে বহু বিমান।
রাশিয়ার উপর নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় বেজায় চটেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের ঘনিষ্ঠ তিন সূত্র জানিয়েছে, ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞার...
দ্বিতীয়বার হোয়াইট হাউসে প্রবেশের আগেই মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তিনি একদিনের মধ্যে থামিয়ে দিতে পারেন।
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত