সেকশন

সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
 

আসতে শীতে লোডশেডিংয়ের পরিকল্পনা করছে ব্রিটেন

আপডেট : ১০ আগস্ট ২০২২, ০৩:৩৬ পিএম

ব্রিটেনের সরকারি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, আসছে জানুয়ারি থেকে বিদ্যুতের দাম এবং লোডশেডিং উভয়ই বাড়বে দেশটিতে।

বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার এক ষষ্ঠাংশ ঘাটতি তৈরি হয়েছে। সামনের শীতে বিদ্যুতের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই ঘাটতি আরও বাড়বে।

ইউক্রেনে সামরিক অভিযানের জেরে রাশিয়ার কয়লার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য। কয়লার যোগান কমে যাওয়ায় দেশটির কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন ব্যাপক কমে গেছে।

এই ঘাটতি মোকাবেলায় কিছুদিন আগে দেশটির জরুরি কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্রগুলো পুনরায় চালু করা হয়েছে। কিন্তু তাতেও পরিস্থিতি সামাল দেয়া যাবে না।

কারণ, নরওয়ে ও ফ্রান্স থেকে বিদ্যুৎ আমদানি হ্রাস পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সঙ্গে শীত বেশি হলে গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে অন্যান্য সেবা চালু রাখতে হবে।

এমন পরিস্থিতিতে লোডশেডিংয়ের মুখে পড়বে যুক্তরাজ্য। প্রাথমিক অনুমান অনুসারে, মোট চাহিদার প্রায় ৬ শতাংশ পর্যন্ত ঘাটতি হতে পারে শীত মৌসুমে।

যার গুরুতর প্রভাব পড়তে যাচ্ছে দেশটির বিদ্যুৎ উৎপাদনখাতে। বর্তমানে যুক্তরাজ্যে ৪-৫ সদস্য বিশিষ্ট একটি পরিবারকে বিদ্যুত বিল বাবদ প্রতি বছর পরিশোধ করতে হয় দুই হাজার পাউন্ড।

দেশটির জ্বালানি কর্তৃপক্ষের ধারণা করছে, শীত তীব্র হলে চারদিন পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে পারে। তাই এখন থেকেই লোডশেডিংয়ের পরিকল্পনা সাজাচ্ছে তারা।

তবে কর্তৃপক্ষ নাগরিকদের আশ্বস্ত করে বলেছে, গৃহস্থালি, ব্যবসা এবং শিল্প প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহ করা হবে।

আরও পড়ুন: রুশ পর্যটকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চায় ইউক্রেন

ব্রিটেনের এই পরিস্থিতি আরও নাজুক হবে যদি ফ্রান্স, নরওয়ে, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসের সঙ্গে সংযুক্ত তাদের বিশাল তারের সংযোগে বিদ্যুতের সরবরাহ কমে যায়।

একাত্তর/আরএ

অবশেষে, ব্রিটেনের নাগরিকত্ব ফিরে পাচ্ছেন ‘আইএস বধূ’ খ্যাত বাংলাদেশি বংশোদ্ভূত নারী শামীমা বেগম।
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ আরও কমিয়ে দিয়েছে ভারতের আদানি গ্রুপ। গত মাসের শেষদিকে বিদ্যুৎ সরবরাহ ৫০ শতাংশ কমিয়ে দিয়েছিলো ভারতীয় প্রতিষ্ঠানটি।
স্নাতক পর্যায়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের ভিসা সুবিধা বাতিল করায় দেউলিয়া হবার পথে ব্রিটেনের প্রায় ৪০ শতাংশ বিশ্ববিদ্যালয়।
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ ব্রিটেনের সাথে তার দেশের বিদ্যমান সমস্যার সমাধানের জন্য ব্রিটেনের ওপর বোমা মেরে অঞ্চলটি ডুবিয়ে দেয়ার পরামর্শ...
রাজধানীর বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। রোমান ক্যাথলিক চার্চের প্রথম ল্যাটিন আমেরিকান নেতা ছিলেন পোপ ফ্রান্সিস।
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত