সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
 

মেঘে লবণ ছিটিয়ে বৃষ্টি ঝরাবে আরব আমিরাত

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ০৯:৫২ পিএম

মরুভূমির দেশ আরব আমিরাত। যেখানে বৃষ্টি বিরল ঘটনা। যদিও মরুর আকাশে মেঘের অবাধ চলাচল। কিন্তু, বৃষ্টি ঝরে পড়ার আগেই প্রচণ্ড গরমে বাষ্প উড়ে যায় আকাশে।

এই সংকট কাটিয়ে উঠতে একটি বিশেষ প্রকল্প চালু করেছে দেশটির সরকার। এজন্য তারা বিপজ্জনক উড়ালের সহায়তা নেয়ার কথাও ভাবছে।

নজর কাড়া ইমারত ও সাগরের বুকে কৃত্রিম দ্বীপ বানিয়ে নিয়মিতই পৃথিবীতে তাক লাগিয়ে দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত।

কিন্তু এতো কিছুর পরও মরুভূমির দেশটিতে রয়েছে প্রচুর পানির আকাল। যে দেশে অর্থের কোনো হিসেব নেই, সেখানে পানি সংকট খুবই নিদারুণ ব্যাপার।

এবার সেই সংকট কাটাতে মেঘ কেটে কৃত্রিম বৃষ্টি নামাতে প্রকল্প চালু করা হয়েছে দেশটিতে। ৪৮টি কার্টিজ ভর্তি লবণ দিয়ে মেঘকে বৃষ্টিতে রূপান্তর করা হবে আরব আমিরাতে।

তবে মেঘের ভেতর কোনো কিছু প্রবেশ করানো ভীষণ দুরূহ একটি কাজ। মেঘের ভেতরে না ঢুকলেও এর কোল ঘেঁষে উড়বে পাইলট, যা বেশ অনেকটা ঝুঁকি তৈরি করবে।

মরুভূমি থেকে মেঘের দৃশ্যমানতা অস্পষ্ট। তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। দুবাইয়ের মতো নগরীতে পানির বেশ স্বল্পতা রয়েছে। কিন্তু খরচ হচ্ছে প্রচুর।

অথচ তাপমাত্রা বেড়ে যাচ্ছে এ শহরে। নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। আবুধাবির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি কৃত্রিম বৃষ্টির জন্য এ চেষ্টা চালিয়েই যাচ্ছে।

আরও পড়ুন: নগরজুড়ে চলছে নির্ধারিত মাত্রার চারগুণ বেশি শব্দ দূষণ

গবেষকরা চারটি প্রপেলার প্লেন দিয়ে মেঘের মধ্যে সোডিয়াম ও পটাসিয়াম ক্লোরাইড নিক্ষেপ করেন। এর পেছনে বিজ্ঞানীরা যুক্তি, লবণ কণা পানিকে আবদ্ধ করে ভারী হয় এবং বৃষ্টি হয়।

সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গেছে দেখা গেছে, মেঘে লবণ ছোঁড়ার ফলে গড়ে ২৩ শতাংশ বেশি বৃষ্টি হয়। বৃষ্টিপাত এমনকি ৩৫ শতাংশ পর্যন্ত বেশি হতে পারে।

একাত্তর/আরএ

আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বাজার সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে স্বর্ণের দাম সর্বকালের সব রেকর্ড ভেঙে দিয়েছে। 
সাধারণত মুষলধারে বৃষ্টি বোঝাতে ইংরেজিতে বলা হয় 'রেইনিং ক্যাটস এন্ড ডগস'। রূপক অর্থেই এটি বলা হয়, কারণ বৃষ্টির সাথে আকাশ থেকে কখনোই বিড়াল বা কুকুর পড়ে না। তবে, ইরানের ক্ষেত্রে 'ইট রেইনিং ফিশ' বললে...
জলবায়ু পরিবর্তনের প্রভাব কি এবং কত প্রকার, তা এবার উদাহরণসহ বুঝিয়ে দিতে শুরু করেছে প্রকৃতি। কিছু দিন আগেই মরু আর রুক্ষ আবহাওয়ার শহর রেকর্ড বৃষ্টিতে প্লাবিত হয়েছিলো। সেটির রেশ কাটতে না কাটতেই এবার...
সৌদি আরবের মরুভূমির মাঝে গড়ে উঠছে আস্ত একটা ‘জাদু’ শহর । সেখানে থাকবে বিলাসবহুল রিসোর্ট, হোটেল, ভাসমান পরিকাঠামো, কৃত্রিম সমুদ্রের মাঝে আস্ত দ্বীপ।
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক স্থান থেকে একদিনেই তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গণমাধ্যম মালিক, সম্পাদক ও অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলে সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
রাজবাড়ীর কালুখালীতে ছয় বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দিপক সরকার (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত