ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশে পাঁচ দশমিক আট মাত্রার ভূমিকম্পে অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৯ জন।
শনিবার (১ অক্টোবর) দেশটির আবহাওয়া ও জিওফিজিক্স সংস্থা বিএমকেজি জানিয়েছে, এটি কয়েকটি শহরে অনুভূত হয় এবং লোকজন ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়ে আসে।
তিনি জানান, শনিবার ভোর ২টা ২৮ মিনিটে অনুভূত প্রথম ভূমিকম্পটির পর ৫৩টি পরাঘাত রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন: ইরানে গুলিবিদ্ধ হয়ে বিপ্লবী বাহিনীর কমান্ডার নিহত
ভূমিকম্পের কারণে কোনো সুনামির ঝুঁকি তৈরি না হলেও পাহাড়ি এলাকায় সম্ভাব্য ভূমিধসের বিষয়ে সতর্ক করেছেন কর্নাবতী। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে চলছে উদ্ধার অভিযান।
‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এ অবস্থানের কারণে কয়েক হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়। পৃথিবীর ভূত্বকের বেশ কয়েকটি টেকটোনিক প্লেট মিলিত হয়েছে ওই এলাকায়।
একাত্তর/এসজে