ইউক্রেনের জাপোরিঝজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রধানকে
আটক করেছে রাশিয়া। শনিবার
এক বিবৃতিতে ইউক্রেনের পরমাণু সংস্থা এনারগোটম এ তথ্য জানিয়েছে।
এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার দখলে রয়েছে। শুক্রবার বিদ্যুৎ কেন্দ্র থেকে রুশ নিয়ন্ত্রিত শহর এনারগোদারে যাবার সময় টহলদল তাকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় তারা।
এনারগোঅটমের প্রধান পেট্রো কোটিন জানান, স্থানীয় সময় বিকাল চারটার দিকে পারমাণবিক কেন্দ্র থেকে এনারহোদর শহরে যাবার পথে মহাপরিচালক ইহোর মুরাশোভকে আটক করা হয়।
তিনি বলেন, মুরাশভকে তার গাড়ি থেকে বের করা হয় এবং চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তাকে মুক্ত করার দাবি জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা।
আইএইএ বলেছে, তারা ইউক্রেনের রুশ-অধিকৃত জাপোরিঝজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মহাপরিচালকের বিষয়ে রাশিয়ার কাছে তথ্য চেয়েছে।
পরমাণু ও বিকিরণ সুরক্ষায় কেন্দ্রে গুরুত্বপূর্ণ দায়িত্বপালন করছিলেন তিনি। ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র জাপোরিঝজিয়া।
এই কেন্দ্রের আশপাশে সম্প্রতি দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় পরমাণু বিপর্যয়ের উদ্বেগ তৈরি হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রটি ইউক্রেনের জাপোরিঝজিয়া অঞ্চলে অবস্থিত।
শুক্রবার দোনেস্ক, লুহানস্ক এবং খেরসনের সঙ্গে জাপোরিঝজিয়া অঞ্চলটিকেও নিজেদের বলে ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
একাত্তর/এসএ