সেকশন

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
 

ওমিক্রনের পর হাজির ভয়ংকর সংক্রামক ধরন ‘ক্রাকেন’

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ০৯:১২ পিএম

করোনা মহামারী যেন শেষ হয়েও শেষ হচ্ছে না। ব্যাপক টিকা কর্মসূচি আর হার্ড ইমিউনিটি অর্জনের পরও নিত্য নতুন ধরন পাওয়া যাচ্ছে। মহা সংক্রামক ধরন ওমিক্রনের পর এবার পাওয়া গেছে আরও একটি ধরন, যার সংক্রমণ ক্ষমতা অতীতের সবগুলোকে ছাড়িয়েছে।

করোনার নতুন উপজাত বিএফ.৭ ঘিরে উদ্বেগের মধ্যেই ভাইরাসের আরও এক নতুন রূপ এসে হাজির হয়েছে। করোনার প্রজাতি ওমিক্রন এক্সবিবি-র বংশধর এক্সবিবি.১.৫, যার ডাক নাম ‘ক্রাকেন’। এতে করে করোনা নিয়ে আবারো সবার আশঙ্কা বাড়ল।

২০২২ সালে করোনার এই নতুন রূপের প্রথম খোঁজ পাওয়া যায় আমেরিকাতে। এর পর থেকেই দ্রুত গতিতে ছড়িয়েছে সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বর্তমানে আমেরিকা ছাড়াও আরও ২৮টি দেশে হানা দিয়েছে করোনার এই নতুন উপরূপ। পৌঁছে গেছে ভারতেও।

দেশটিতে সাত জনের শরীরে এই নতুন উপরূপের খোঁজ মিলেছে। কিছু আগেই ওমিক্রনের নতুন উপজাত নিয়ে তটস্থ হয়েছিলো ভারত। আবার ক্রাকেন প্রজাতি নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু হয়েছে দেশটি। ব্যস্ততম বিমানবন্দরগুলোতে নজরদারি কড়াকড়ি করা হয়েছে। 

ক্রাকেন ধরন হল করোনা এক্সবিবি প্রজাতির জিনগতভাবে পরিবর্তিত রূপ। ভাইরোলজিস্টরা এই প্রজাতিকে এক্সবিবি.১.৫ হিসেবে চিহ্নিত করেছেন। এই প্রজাতিকে ওমিক্রনের এক্সবিবি উপরূপেরই নিকট আত্মীয় বলা যেতে পারে। 

ওমিক্রনের BA.2.10.1 এবং BA.2.75 উপপ্রজাতির সঙ্গে এর অনেক মিল আছে। এই ধরনটি ৫৬ শতাংশ বেশি রোগ ছড়াতে পারে। বিএফ.৭ এর চেয়ে এর সংক্রমণের হার প্রায় ১২০ শতাংশ বেশি। আর সে কারণেই বেশি চিন্তা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা। 

করোনা ভাইরাসের ক্রাকেন ধরন খুব তাড়াতাড়ি মানুষের শরীরে ছড়িয়ে পড়তে পারে। মানুষের শরীরে এর সংক্রমণ হলে অ্যান্টিবডিগুলোকে দুর্বল করে দিতে পারে, ফলে খুব সহজেই রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। বিশেষ করে বয়স্কদের ঝুঁকি সবচেয়ে বেশি। 

আরও পড়ুন: স্বেচ্ছায় করোনা সংক্রমিত হচ্ছে চীনা তরুণরা

২০২২ সালের ডিসেম্বরে আমেরিকায় করোনা সংক্রমণের ১ শতাংশ ছিল এই উপরূপের কারণে। বর্তমানে এই হার ৪১ শতাংশ। অর্থাৎ, অত্যন্ত দ্রুত গতিতে সংক্রমণ ছড়াচ্ছে এই উপরূপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্রাকেনকে ‘অত্যন্ত সংক্রামক উপরূপ’ বলে বর্ণনা করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু অনেক দেশেই করোনা বিধি শিথিল করেছে এবং পরীক্ষা কমানো হয়েছে, ফলে নিঃশব্দে থাবা বসাতে পারে এই উপরূপ। ক্রাকেনের কারণে সংক্রমণের ভয়াবহতা তেমন নেই। অতীতে করোনার যেসব প্রজাতি পাওয়া গেছে, তার সঙ্গে এটির খুব পার্থক্য নেই।


একাত্তর/এসজে

মানবশরীরে করোনা টিকার দু'টি বিরল নতুন কিন্তু ব্যতিক্রমী পার্শ্বপ্রতিক্রিয়া শনাক্ত করতে সক্ষম হয়েছেন গবেষকরা। এ নিয়ে এখন পর্যন্ত করা সবচেয়ে বড় গবেষণায় দেখা গেছে, করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া...
করোনা মহামারীর ধকল কাটিয়ে উঠতে না উঠতেই শুরু হয়ে যায় পরবর্তী মহামারী নিয়ে গবেষকদের সতর্ক উচ্চারণ।
বিশ্বজুড়ে আবারও শুরু হয়েছে প্রাণঘাতী করোনার প্রকোপ। বিভিন্ন দেশে গত এক মাসে করোনা সংক্রমণের হার বেড়েছে ৫২ শতাংশ। সেই সঙ্গে বাড়ছে মৃত্যু হারও।
করোনা মহামারির কারণে প্রায় সাড়ে তিন বছর বন্ধ রাখার পর অবশেষে বিদেশিদের জন্য সীমান্ত খুলেছে উত্তর কোরিয়া।
ইরানে বসবাসরত বাংলাদেশি এবং বাংলাদেশে থাকা তাদের স্বজনদের যোগা‌যো‌গের জন‌্য তেহরান এবং ঢাকায় হটলাইন চালু ক‌রে‌ছে সরকার।
গত দেড় দশকে ঘটে যাওয়া গুমের ঘটনাগুলোর তদন্তে জাতিসংঘের যেকোনো সহযোগিতা বাংলাদেশ স্বাগত জানাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস।
বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের...
২৪ ঘণ্টায় দেশে ২৫ করোনা রোগী শনাক্ত হয়েছে। এসময়ে মৃত্যু হয়েছে এক জনের। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১০ দশমিক ৮২ শতাংশে। যা গতদিনের তুলনায় বেশি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত