আফগানিস্তানের উত্তরাঞ্চলে তেল অনুসন্ধানের জন্য চীনা একটি কোম্পানির সঙ্গে চুক্তি করতে যাচ্ছে তালেবান সরকার।
তালেবান ২০২১ সালে দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে জ্বালানি অনুসন্ধানে বিদেশি কোনো কোম্পানির সঙ্গে প্রথম গুরুত্বপূর্ণ চুক্তি হতে যাচ্ছে এটি। চুক্তির মেয়াদ হবে ২৫ বছর।
তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, তেল উত্তোলন চুক্তির আওতায় জিনজিয়াং সেন্ট্রাল এশিয়া পেট্রলিয়াম অ্যান্ড গ্যাস কোম্পানি (সিএপিইআইসি) আমু দরিয়া অববাহিকায় খনন কাজ চালাবে।
আফগানিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াং ইয়ু কাবুলে এক সংবাদ সম্মেলনে বলেন, আমু দারিয়া তেল চুক্তিটি চীন ও আফগানিস্তানের মধ্যকার গুরুত্বপূর্ণ একটি প্রকল্প।
আফগানিস্তানের পূর্বাঞ্চলে তামা খনিতে কার্যক্রম চালানো নিয়েও চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি কোম্পানির সঙ্গে তালেবান সরকারের আলোচনা চলছে।
আরও পড়ুন: ওমিক্রনের পর হাজির ভয়ংকর সংক্রামক ধরন ‘ক্রাকেন’
ধারণা করা হয়, আফগানিস্তান প্রাকৃতি সম্পদে ভরপুর একটি দেশ। এখানে প্রাকৃতিক গ্যাস, তামা ও বিরল মৃত্তিকাসহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদের মজুদ আছে যার মূল্য এক ট্রিলিয়ন ডলারেরও বেশি। কিন্তু দশকের পর দশক ধরে অশান্ত পরিস্থিতি বিরাজ করায় এসব মজুদ অব্যবহৃতই রয়ে গেছে।
বেইজিং আফগানিস্তানের তালেবান প্রশাসনকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও দেশটির ব্যাপারে তাদের উল্লেখ করার মতো আগ্রহ আছে। চীনের বেল্ট এন্ড রোড উদ্যোগের (বিআরআই) জন্য গুরুত্বপূর্ণ একটি অঞ্চলের কেন্দ্রে এর অবস্থান।
একাত্তর/এসজে