অবশেষে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ পেতে যাচ্ছে শ্রীলঙ্কা। অর্থনৈতিক সঙ্কটে জর্জরিত দেশটির সঙ্কট মোকাবেলায় তিন বিলিয়ন ডলার বেলআউট ঋণের অনুমোদন দিয়েছে সংস্থাটি। এতে দ্বীপ রাষ্ট্রটির সঙ্কট কিছুটা কমবে বলে মনে করছে আইএমএফ।
নজিরবিহীন অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তিনশো কোটি ডলার বেলআউট ঋণের অনুমোদন পেয়েছে। এটি শ্রীলঙ্কার ঋণ পুনর্গঠন এবং ২০২৪ সালে দেশটিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি হার আবার পজিটিভে ফিরিয়ে আনার পথ প্রশস্ত করবে, বলছে সংস্থাটি।
১৯৪৮ সালে এত স্বাধীনতার পর ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। আইএমএফ বলছে, খুব দ্রুত তহবিলের প্রথম কিস্তির ৩৩ কোটি ডলার ছাড় দেয়া হবে। এছাড়া আগামী চার বছর বাকি অর্থ ছাড় দেওয়া হবে শ্রীলঙ্কাকে।
গত এপ্রিলে শ্রীলঙ্কা বিশ্বের কাছে ঋণখেলাপি হয়। দেশটির ৭০ বছরের বেশি সময়ের মধ্যে এটিই সবচেয়ে মারাত্মক আর্থিক অক্ষমতা দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ এর আগে ধারাবাহিকভাবে এবং দ্রুত কমে যায়।
এর জের ধরেই গণ অভ্যুত্থানে সরকারের পতন হয়। এরপরই দেশটি আইএমএফের কাছ থেকে বেলআউট ঋণ নেওয়ার চেষ্টা জোরদার করে। ঋণ নেয়ার পূর্বশর্ত হিসেবে ভর্তুকি বাড়ানো হয় বিদ্যুতের দামও। পাশাপাশি আরও কিছু শর্তও পূরণ করেছে শ্রীলঙ্কা।
গত এক বছরেই দেশটিতে ৭৫ শতাংশ বেড়েছিল বিদ্যুতের দাম। জানুয়ারিতেও শ্রীলংকায় মূল্যস্ফীতি ৫৪ শতাংশ বেশি। এদিকে বিশ্লেষকদের মতে, বিদ্যুতের দাম বাড়ানোর কারণে মূল্যস্ফীতি আরও বাড়বে। বাড়বে নিত্যপণ্যের দামও।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় ফ্রেডি: মালাউইয়ে মৃত্যু বেড়ে ৪৯৯
তবু, আইএমএফ ঋণ নিয়ে স্বপ্ন দেখছে শ্রীলংকা। ২০২২ সালে দেশটিতে প্রবৃদ্ধি হয় মাইনাস চার শতাংশ, চলতি বছরের তা মাইনাস তিন শতাংশে থামে। তবে আশা করা হচ্ছে ২০২৪ প্রবৃদ্ধি আর ঋণাত্মক থাকবে না। ঘুরে দাঁড়াতে শুরু করবে দ্বীপ রাষ্ট্রটি।
একাত্তর/আরএ