সেকশন

সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
 

আমেরিকা ঘায়েলে রাশিয়ার নতুন কৌশল!

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৯:২৯ পিএম

রাশিয়া ও আমেরিকার মধ্যে শত্রুতা, সম্ভবত এই বিশ্বের সবচেয়ে বড় শত্রুতা।  এই দুই দেশের মধ্যে এমন শত্রুতা, যা অতীতে বহু দেশকে ধ্বংস করেছে। শুধু কি তাই, অবস্থা এমন আমেরিকা-রাশিয়া একে অপরের দিকে গুলি শুরু করলেই তা হবে বিশ্বযুদ্ধ। একে অপরকে ঘায়েলে সব সময়ই তৎপর এই দুই পরাশক্তি। আর সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই টানা স্নায়ুযুদ্ধে জড়িয়ে আছে রাশিয়া-আমেরিকা। 

যেমনটা বলা হচ্ছিলো, সুযোগ পেলেই একে অপরকে একহাত দেখে নিতে ছাড়ে না। যাকে বলে ছায়াযুদ্ধ। বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর আমেরিকা শুরু থেকেই ছায়াযুদ্ধে জড়িয়ে। কিয়েভকে হাত খুলে অস্ত্র ও গোলাবারুদ দেয়ার পাশাপাশি পশ্চিমা দোসরদের সঙ্গে নিয়ে রাশিয়া বিরুদ্ধে রীতিমতো জেহাদ ঘোষণা করেন মার্কিন নেতা জো বাইডেন। সুযোগ বুঝে কোপ মারতে ভুল করছেন না পুতিনও। 

আমেরিকাকে শায়েস্তা করতে এবার নতুন কৌশল খাটাতে শুরু করেছে রাশিয়া। গুপ্তচরগিরি আর মাদকের পাচারসহ নানা অভিযোগে মার্কিন নাগরিকদের আটক করে জেলে পুরেছে মস্কো। পশ্চিমা গণমাধ্যমগুলো এই নিয়ে বেশ জোরে আওয়াজ তুলেছে। আর ওয়াশিংটন অভিযোগ করেছে, রাজনৈতিক দর কষাকষির জন্যই মার্কিন নাগরিকদেরকে হাতিয়ার বানানোর চেষ্টা করছে মস্কো। 

যুক্তরাষ্ট্রকে ধরাশায়ী করতে নতুন নতুন কৌশল অবলম্বন করছে রাশিয়া। দুদেশের মধ্যে নতুনভাবে উত্তেজনা ছড়াচ্ছে এই বন্দি ইস্যু। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি, গত কয়েক বছরে রুশ কারাগারে বেড়েই চলেছে মার্কিন নাগরিকদের সংখ্যা। বলা হচ্ছে- গুপ্তচরবৃত্তি, মাদক মামলাসহ বিভিন্ন অভিযোগে বেছে বেছে রাশিয়া শুধুই টার্গেট করছে আমেরিকাকে, যদিও এসব দাবিতে খুব একটা আমলে নিচ্ছে না ক্রেমলিন। 

এখন পর্যন্ত কতজন মার্কিন নাগরিক রুশ কারাগারগুলোতে রয়েছে, তার সুনির্দিষ্ট তথ্য দেয়নি মস্কো। এনিয়ে ওয়াশিংটন বারবার তাগাদা দিলেও পাত্তা দেয়নি মস্কো। তবে, সম্প্রতি গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদক ইভান গার্শকোভিচের আটকাদেশের মেয়াদ বাড়ানোয় আবারও আলোচনায় বন্দি ইস্যু। যুক্তরাষ্ট্র বলছে, বিষয়টিকে রাজনৈতিক দর কষাকষির হাতিয়ার বানিয়েছে মস্কো।

শুধু ইভান নন, গত বছর রাশিয়ায় আরও এক মার্কিন সাংবাদিক আলসু কুরমাশেভা গ্রেপ্তার হন। তিনি আবার  যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দ্বৈত নাগরিক হলেও, তার বিরুদ্ধে বিদেশি এজেন্ট হিসেবে নিবন্ধনে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছিল্র। এ ছাড়া রুশ কারাগারে আরেক মার্কিন নাগরিক পল ওয়েলান এখনো আটক। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা দেশে রুশ বন্দিদের ঘনিষ্ঠ নাগরিকদের মুক্ত করতেই এমন পদক্ষেপ নিচ্ছেন পুতিন।

বিশ্লেষকরা বলছেন, বাইডেনকে বন্দি বিনিয়মে বাধ্য করতে চাইছেন পুতিন। এক্ষেত্রে উদাহরণ হিসাবে বলা হচ্ছে, ২০২২ সালে অস্ত্রপাচারের অভিযোগ সাজা পাওয়া রুশ নাগরিক ভিক্টর বাউটের বিনিময়ে আমেরিকার বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারকে মুক্তি দেয়ার ঘটনা। বন্দি ইস্যুর পাশাপাশি ইউক্রেন নিয়ে দ্বন্দ্বের কারণে ভ্লাদিমির পুতিনের আমলে রুশ-মার্কিন সম্পর্ক উন্নয়নের কোন সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। 

একাত্তর/এসি
ইরানের পরমাণু ইস্যু নিয়ে বেইজিংয়ে চীন, রাশিয়া ও ইরানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে যোগাযোগ জোরদার ও পরমাণু ইস্যুতে আলোচনা পুনরায় শুরু করার পথ প্রশস্ত করার প্রস্তাব এসেছে।
ইউক্রেনের সংঘাত নিষ্পত্তির শর্তাবলিতে রাশিয়া একমত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অবশেষে রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন। সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর আসে এমন ঘোষণা।
মস্কোর সঙ্গে কিয়েভ যুদ্ধবিরতিতে রাজি হবার সঙ্গে সঙ্গে ইউক্রেনকে পুনরায় সামরিক সাহায্য পাঠানো শুরু করেছে আমেরিকা।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিভিন্ন দেশের ইন্টেলিজেন্স প্রধান ও শীর্ষ কর্মকর্তাদের নিয়ে একটি সম্মেলন হচ্ছে। নিরাপত্তা সংক্রান্ত নানা দিকে পারস্পরিক সহযোগিতার জন্যই এই আয়োজন। রোববার এই বৈঠকে যোগ...
আওয়ামী লীগকে সমর্থন করায় জাতির কাছে ক্ষমা চেয়ে চাঁদপুর মতলব দক্ষিণ থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন দেশটির ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ড। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের নিয়ে মন্তব্যে আমেরিকার...
রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত গাজীপুর মেট্রোপলিটনের সাবেক কমিশনার ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত