সেকশন

বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
 

ইস্তাম্বুলে নৈশক্লাবে ভয়াবহ আগুন, নিহত ২৯

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১১:৪৪ এএম

তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে একটি নৈশক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। এদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  

মঙ্গলবার দিনের বেলায় নৈশক্লাবটিতে সংস্কার কাজ চলার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুলের কার্যালয় এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে এরইমধ্যে তদন্তে নেমেছে ইস্তাম্বুল কর্তৃপক্ষ। 

এদিন বেসিকতাস জেলায় একটি ১৬তলা ভবনের বেজমেন্টে আগুনের সূত্রপাত হয়। পরে দমকল বাহিনীর ৩১টি গাড়িসহ কর্মীদের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

ওই ভবনের নিচতলা এবং আন্ডারগ্রাউন্ডে ছিলো নৈশক্লাব। সেখানে চলছিলো সংস্কার কাজ। এসময় কোনোভাবে আগুন লেগেছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। 

এ ঘটনায় ক্লাবটির ম্যানেজারসহ ছয় ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

আরবিএস
তুরস্কের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মারমারিস এলাকায় ভূমিকম্প হয়েছে। মঙ্গলবার (৩ জুন) ভোরে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে এক জন মারা গেছেন, আহত হয়েছেন অন্তত ৭০ জন।
কলকাতা শহরের বড়বাজারে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১৩ জন। 
চীনের উত্তর-পূর্ব লিয়াওনিং প্রদেশের একটি রেস্তোরাঁয় ভয়াবহ আগুন লেগে মারা গেছেন ২২। এছাড়া দগ্ধ হয়েছে বহু মানুষ।
তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে একের পর এক ভূমিকম্পের খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি কম্পন ৬ দশমিক ২ মাত্রার। দেশটির ডিজাস্টার অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট প্রেসিডেন্সি এই খবর নিশ্চিত করেছে। 
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত আমেরিকার নিউইয়র্ক ও নিউজার্সি। ডুবে গেছে রাস্তাঘাট। বাদ পড়েনি মেট্রো স্টেশন, পেট্রল পাম্পও। বাতিল করা হয়েছে বহু বিমান।
রাশিয়ার উপর নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় বেজায় চটেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের ঘনিষ্ঠ তিন সূত্র জানিয়েছে, ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞার...
দ্বিতীয়বার হোয়াইট হাউসে প্রবেশের আগেই মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তিনি একদিনের মধ্যে থামিয়ে দিতে পারেন।
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত