ইসরাইলি ড্রোনকে শিশুদের খেলনা আখ্যা দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তেহরানের প্রতিশোধমূলক হামলার জবাবে জায়নবাদী ইসরাইলের পক্ষ থেকে ইস্পাহানে কোনো হামলার ঘটনা ঘটেনি।
মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি নিউজকে শুক্রবার এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আমির আব্দুল্লাহিয়ান। খবর পার্সটুডে ও প্রেসটিভির।
সাক্ষাৎকারে অনেকটা কৌতুকের ছলে তিনি বলেন, বৃহস্পতিবার রাতে ইস্পাহানে যা ঘটেছে সেটা কোনো হামলা ছিলো না। প্রকৃতপক্ষে এসব নিয়ে আমাদের শিশুরা খেলা করে, এগুলো কোনো ড্রোন ছিলো না।
তিনি আরও বলেন, আমাদের কাছে এমন কোনো প্রমাণ নেই যা থেকে বলা যাবে যে, ওই ঘটনার সাথে ইসরাইলের কোনো সম্পর্ক আছে। বিষয়টি নিয়ে ইরান তদন্ত করছে এবং এ ব্যাপারে গণমাধ্যমে যে জল্পনা ছড়ানো হয়েছে তা সঠিক নয়।
ইসরাইলের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানের এ প্রভাবশালী মন্ত্রী বলেন, যদি ইসরাইল আমাদের দেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় এবং সেটা যদি প্রমাণ হয়, তাহলে আমাদের জবাব হবে তাৎক্ষণিক এবং সর্বোচ্চ পর্যায়ের যা ইসরাইলকে অনুতপ্ত হতে বাধ্য করবে।
তিনি আরও বলেন, যতক্ষণ পর্যন্ত ইসরাইলের পক্ষ থেকে আমাদের স্বার্থে কোনো আঘাত হানা না হবে, ততক্ষণ আমরা নতুন কোনো প্রতিক্রিয়া দেখাতে যাব না।
এক প্রশ্নের জবাবে নিউইয়র্কে সফররত আব্দুল্লাহিয়ান আসন্ন মার্কিন নির্বাচন প্রসঙ্গে বলেন, মার্কিন ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দুই দলের মধ্যে কোনো বিশেষ পার্থক্য নেই। ইরান যুক্তরাষ্ট্রের আচরণের ভিত্তিতে বাস্তবতা বিচার করবে।
তিনি যোগ করেন, মার্কিন সরকারের আচরণ যদি হয় হস্তক্ষেপ বিরোধী, ইরানি জনগণের প্রতি তারা যদি সম্মান দেখাতে পারে এবং ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা দেখায়, তাহলে মার্কিন জনগণের পছন্দের প্রতি সম্মান জানাবে ইরান।
গেলো ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালিয়ে শীর্ষ সেনা কর্মকর্তাসহ ১৩ জনকে হত্যা করে ইসরাইল। এ হামলার পর ইরান ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানোর ঘোষণা দেয় এবং কনসুলেট ভবনে হামলার ১৩ দিন পর সেই ঘোষণা বাস্তবায়ন করে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।
১৩ এপ্রিল দিবাগত রাতে আইআরজিসি ইসরাইলের বিরুদ্ধে কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় ইসরাইলকে রক্ষা করতে এগিয়ে আসে জর্দান, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন। তবে এতো কিছুর পরও ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরাইলের।
সবশেষ শুক্রবার ইসরাইল ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করে একাধিক মার্কিন সূত্র।
পরে ইরান জানায়, ক্ষেপণাস্ত্র নয়, ড্রোন হামলা হয়েছে এবং এ হামলার সঙ্গে ইসরাইলের সম্পৃক্ততা নিয়েও তারা নিশ্চিত নয়।