জাতিসংঘ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে দীর্ঘদিন ধরেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া। দেশটি আরেকটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর জন্য প্রস্তুত রয়েছে দাবি করে দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, চলতি বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় এ পরীক্ষা চালাতে পারে কিম প্রশাসন।
উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা দপ্তরের প্রধান শিন ওন-সিক সোমবার ওয়াইটিএন টিভিকে এক সাক্ষাৎকারে বলেন, উত্তর কোরিয়ার সপ্তম পারমাণবিক পরীক্ষা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। খবর এনএইচকে'র।
শিন আরও বলেন, দেশটি পারমাণবিক পরীক্ষা চালানোর মতো প্রস্তুতি সবসময় বজায় রেখেছে। তাদের নেতা কিম জং উনের নির্দেশের জন্য তারা অপেক্ষা করছে। তিনি এও উল্লেখ করেন, তবে পারমাণবিক ক্ষুদ্রকরণের জন্য উত্তর কোরিয়ার এখনও একাধিক পরীক্ষার প্রয়োজন রয়েছে।
তার মতে, পিয়ংইয়াং পারমাণবিক পরীক্ষার দিকে অগ্রসর হবে তখনই, যখন তারা নির্ধারণ করবে যে পদক্ষেপটি তাদেরকে একটি কৌশলগত সুবিধা প্রদান করবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে বা পরে উত্তর কোরিয়ার এ ধরনের একটি সিদ্ধান্ত নেওয়ার উচ্চ সম্ভবনা রয়েছে বলেও মনে করেন শিন।
এর আগে চলতি মাসে প্রথমবারের মতো সেন্ট্রিফিউজ বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সুবিধার ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়া। এই সেন্ট্রিফিউজেই তৈরি হয় পারমাণবিক বোমার জ্বালানি।
ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য উত্তর কোরিয়ার বেশ কয়েকটি স্থাপনা রয়েছে। তবে এসবের সঠিক অবস্থান এখনও অজানা।
সবশেষ ২০১০ সালে ইয়ংবিয়নে একটি সেন্ট্রিফিউজ সুবিধা দেখার জন্য বেশ কিছু বিদেশি বিজ্ঞানীকে আমন্ত্রণ জানিয়েছিলো উত্তর কোরিয়া।
বিশেষজ্ঞরা বলেছেন, হঠাৎ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সুবিধার ছবি প্রকাশ্যে আনার একটি উদ্দেশ হতে পারে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন এর মাধ্যমে প্রভাবিত হতে পারে। ভোটার যুক্তরাষ্ট্রে বদলে যেতে পারে নানা সমীকরণ।
আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হলেও এরইমধ্যে বেশ কয়েকটি রাজ্যে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে।