সেকশন

রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
 

হাসপাতালে মাহাথির

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১১:৪৪ এএম

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ শ্বাসযন্ত্রের জটিলতায় আবারো হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১৬ অক্টোবর) মাহাথির মোহাম্মদের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর ডয়চে ভেলের।  

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মাহাথির আদালতে শুনানিতে হাজির হওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। 

দুই দশকেরও বেশি সময় ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ৯৯ বছর বয়সী মাহাথির মোহাম্মদ এর আগে হৃদরোগে আক্রান্ত হওয়ায় বাইপাস সার্জারি করতে হয়েছিল। সাম্প্রতিক বছরগুলোতে তাকে অনেকবার হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে। সবশেষ এ বছর জুলাইতেও তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

বর্তমান উপ-প্রধানমন্ত্রীর নামে করা মানহানি মামলায় আদালতের শুনানিতে গতকাল মাহাথির মোহাম্মদের উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি অসুস্থতার কারণে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি থাকায় আদালত শুনানি স্থগিত করেছে।

মাহাথির মোহাম্মদের এক সহকারি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, শ্বাসতন্ত্রের জটিলতায় সাবেক প্রধানমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। ২৫ অক্টোবর নাগাদ তিনি অসুস্থতাজনিত ছুটিতে থাকতে পারেন বলে জানান তিনি।  

২০০৩ সাল পর্যন্ত ২২ বছর মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে তিনি পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেও মাত্র দুই বছরের মধ্যে সেই সরকার ভেঙে যায়।  

এআর
মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আসিয়ানের ৪৬তম সম্মেলন। গৃহীত হতে পারে চারটি নতুন কৌশলগত পরিকল্পনা। 
উড়ান চলাচলের ইতিহাসে সবচেয়ে রহস্যময় ঘটনা হয়ে আছে, দশ বছর আগে মালয়শিয়ান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইটের হাওয়া হয়ে যাওয়া। বিশ্বের কোন প্রযুক্তি এখন পর্যন্ত নিখোঁজ সেই উড়োজাহাজের কোন খোঁজ দিতে...
মালয়েশিয়ার কর্তৃপক্ষ কুয়ালালামপুরের একটি ব্যস্ত রাস্তায় আট মিটার গভীর সিঙ্কহোলে পড়ে যাওয়া এক নারীকে উদ্ধার করার চেষ্টা করছে। এখন পর্যন্ত তার কোন চিহ্ন দেখা যায়নি।
মালয়েশিয়ার একটি পুলিশ স্টেশনে হামলার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা নিহত ও আরেকজন আহত হয়েছেন। শুক্রবার ভোরে দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যের উলু তিরাম শহরে এই ঘটনা ঘটেছে।
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাকে সিলেটে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শা আক্তার (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
স্বৈরাচারী ব্যবস্থা যেন ফিরে না আসে সে জন্য জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার।
২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে বাংলাদেশে নিট বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। আন্তঃকোম্পানি ঋণ এবং শক্তিশালী ইক্যুইটি বিনিয়োগ বৃদ্ধির ফলে এ প্রবৃদ্ধি হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত