সেকশন

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
 

সামরিক বিমানে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠালো আমেরিকা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৫ এএম

সামরিক বিমানে করে নথিহীন অভিবাসীদের ভারতে ফেরত পাঠিয়েছে আমেরিকা। বুধবার (৫ ফেব্রুয়ারি) ওই বিমান ভারতে পৌঁছায়।

ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর নথিহীন অভিবাসীদের বিরুদ্ধে কড়া মনোভাব নিয়েছেন। ইতিমধ্যে ব্রাজিল, কলম্বিয়া, মেক্সিকোতে অভিবাসীদের সামরিক বিমানে করে ফেরত পাঠিয়েছেন ট্রাম্প। এবার ভারতীয়দের পাঠানো হলো।

আমেরিকার টেক্সাসের সান অ্যান্টোনিও বিমানবন্দর থেকে সি ১৭ সামরিক বিমান ভারতীয়দের নিয়ে রওয়ানা হয়।

মার্কিন টেলিভিশন সংস্থা এনবিসি জানিয়েছেন, অন্তত ১০০ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে।

কর্মকর্তাদের উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্ট জানিয়েছে, বিমানটি প্রথমে গুয়ামে থামে, পরে নামে পাঞ্জাবে। এসময় পাঞ্জাবে বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়।

যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর ঘটনা প্রথম না। ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট ছিলেন, তখনো বেআইনি ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছিলো। গত অক্টোবরে বাইডেনের সময়েও ভারতীয়দের ফেরত পাঠিয়েছে আমেরিকা। কিন্তু এই প্রথম সামরিক বিমানে করে ভারতীয়দের ফেরত পাঠানো হলো।

একাত্তর/আরএ
এমন আবহের মধ্যে চলতি মাসের শেষের দিকে ভারতে সফরে যাচ্ছে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সফরে তার সঙ্গে আসবেন আমেরিকার সেকেন্ড লেডি ঊষা ভান্স। 
ভারতে পর্যটকদের উপর হামলা ও যৌন সন্ত্রাসের ঘটনা দেশটি জুড়ে তুমুল আলোড়নের সৃষ্টি করেছে। এসব ঘটনায় দলে দলে মন্দিরের শহর ছাড়ছেন বিদেশি পর্যটকরা।
এক বছরেরও কম সময় হাতে। ২০২৬-এ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। তার আগে নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিলো পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস।
ভারতের তেলেঙ্গানায় একটি নির্মাণাধীন টানেলের একটি অংশ ধসে পড়ে অন্তত আট শ্রমিক আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। 
যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যের ফলে বাংলাদেশের অর্থনীতিতে বহুপাক্ষিক বা দ্বিপাক্ষিক সম্পর্কের কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 
সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসাবের ৩৯৪ কোটি ৬০ লাখ টাকা ফ্রিজ...
বরগুনায় স্কুল পড়ুয়া কিশোরীকে ধর্ষণ ও তার বাবাকে হত্যার ঘটনায় ভুক্তভোগী শিশু ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
জাতীয় সংসদ নির্বাচনের কাজ যাতে ব্যাঘাত না হয় ও প্রবাসীদের ভোগান্তির কথা চিন্তা করে এবং কর্তৃপক্ষের ভরসায় বুধবারের ‘অপারেশনাল হল্ট’ কর্মসূচি স্থগিত করেছে ইসি কর্মীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত