ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে তেহরানে সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতারা। শনিবার হামাসের ভারপ্রাপ্ত প্রধান নেতা খলিল আল-হাইয়া ও অন্য দুই নেতা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতে ফিলিস্তিনি প্রতিনিধিদের উদ্দেশে খামেনি বলেন, হামাস ইহুদিবাদী শাসকগোষ্ঠীকে পরাজিত করেছেন; যা আসলে আমেরিকার পরাজয়। হামাস নেতাদেরকে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, হামাস ইসরাইল-যুক্তরাষ্ট্রের কোনও লক্ষ্যই অর্জন করার সুযোগ দেয়নি।
ইরানি টেলিভিশনের খবরে বলা হয়েছে, ফিলিস্তিনি নেতারা ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের বার্ষিকীতে খামেনিকে অভিনন্দন জানানোর জন্য তেহরান সফর করেছেন। ফিলিস্তিনিদের প্রতি সহায়তা অব্যাহত রাখার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।
সফরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানের সাক্ষাৎ করেছেন হামাসের শীর্ষ নেতা মোহাম্মদ দারউইশের সাথে সাক্ষাৎ করেন। এসময় হামাসকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ইরানি প্রেসিডেন্ট।
ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফিলিস্তিনি নেতারা ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের বার্ষিকী উপলক্ষ্যে খামেনিকে শুভেচ্ছা জানাতে তেহরানে গেছেন এবং ইরানের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
খলিল আল-হাাইয়াকে উদ্ধৃত করে ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, আপনার (খামেনি) সঙ্গে মাথা উঁচু করে দেখা করতে এসেছি।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন হুমকির বিষয়ে খামেনি বলেন, ওয়াশিংটনের হুমকিতে ইরানিদের মানসিকতায় কোনো পরিবর্তন আসবে না।