সেকশন

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
 

খামেনির সঙ্গে দেখা করলেন হামাসের শীর্ষ নেতারা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৬ পিএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে তেহরানে সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতারা। শনিবার হামাসের ভারপ্রাপ্ত প্রধান নেতা খলিল আল-হাইয়া ও অন্য দুই নেতা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতে ফিলিস্তিনি প্রতিনিধিদের উদ্দেশে খামেনি বলেন, হামাস ইহুদিবাদী শাসকগোষ্ঠীকে পরাজিত করেছেন; যা আসলে আমেরিকার পরাজয়। হামাস নেতাদেরকে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, হামাস ইসরাইল-যুক্তরাষ্ট্রের কোনও লক্ষ্যই অর্জন করার সুযোগ দেয়নি।

ইরানি টেলিভিশনের খবরে বলা হয়েছে, ফিলিস্তিনি নেতারা ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের বার্ষিকীতে খামেনিকে অভিনন্দন জানানোর জন্য তেহরান সফর করেছেন। ফিলিস্তিনিদের প্রতি সহায়তা অব্যাহত রাখার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

সফরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানের সাক্ষাৎ করেছেন হামাসের শীর্ষ নেতা মোহাম্মদ দারউইশের সাথে সাক্ষাৎ করেন। এসময় হামাসকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ইরানি প্রেসিডেন্ট।

ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফিলিস্তিনি নেতারা ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের বার্ষিকী উপলক্ষ্যে খামেনিকে শুভেচ্ছা জানাতে তেহরানে গেছেন এবং ইরানের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

খলিল আল-হাাইয়াকে উদ্ধৃত করে ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, আপনার (খামেনি) সঙ্গে মাথা উঁচু করে দেখা করতে এসেছি।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন হুমকির বিষয়ে খামেনি বলেন, ওয়াশিংটনের হুমকিতে ইরানিদের মানসিকতায় কোনো পরিবর্তন আসবে না।

এআরএস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত উইটকফ বলেছেন, ওয়াশিংটনের সাথে চুক্তি করতে চাইলে তেহরানকে অবশ্যই তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণরূপে ‘বাতিল’ করতে হবে।
যুক্তরাষ্ট্র ও ইরান পরমাণু কর্মসূচি নিয়ে ওমানে ‘গঠনমূলক’ আলোচনা করেছে এবং উভয় পক্ষই পুনরায় বৈঠকে বসার বিষয়ে সম্মত হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কোনো সমঝোতায় না পৌঁছাতে...
চীন ও যুক্তরাষ্ট্রের চলমান শুল্কযুদ্ধের মধ্যেই বেইজিংয়ের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করছে ইরান। চলতি বছরের মার্চ মাসে ইরান থেকে চীনে রেকর্ড পরিমাণ তেল রপ্তানি হয়েছে। যা ইতিহাসে সর্বোচ্চ।
যুক্তরাষ্ট্র যদি কোনো ভুল করে, তাহলে ইরান জনগণের চাপে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগিয়ে যেতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সিনিয়র উপদেষ্টা আলী...
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও এ পরিস্থিতিতে 'যে কোনো পদক্ষেপের জন্য' মোদী সরকারের প্রতি পূর্ণ...
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অপহৃত পাঁচ শিক্ষার্থী মুক্ত হয়েছেন বলে দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। তবে পারস্পরিক পরামর্শের মাধ্যমে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে বলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত