পূর্ণ যুদ্ধবিরতি নয় বরং ইউক্রেনে শক্তিকেন্দ্র ও পরিকাঠামো ক্ষেত্রে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (১৮ মার্চ) ট্রাম্প ও পুতিনের ফোনালাপের পর ফোনে কথা বলার পর হোয়াইট হাউস জানিয়েছে, দুই নেতা এই ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি। তবে এই যুদ্ধবিরতি হবে শক্তি ও পরিকাঠামো ক্ষেত্রে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার খুব ভালো ও কার্যকর আলোচনা হয়েছে।
সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, আমরা সব শক্তিকেন্দ্র ও পরিকাঠামোর ওপর অবিলম্বে যুদ্ধবিরতি নিয়ে একমত হয়েছি। আমরা দ্রুত সম্পূর্ণ যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করা নিয়ে এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ভয়াবহ যুদ্ধ বন্ধ করা নিয়েও আমরা একমত হয়েছি। তবে সীমান্তে যুদ্ধ বন্ধ করতে পুতিন রাজি হননি।
ট্রাম্প বলেছেন, কীভাবে যুদ্ধ বন্ধ হবে, শান্তিচুক্তিতে কোন বিষয় থাকবে তা নিয়েও কথা হয়েছে। এবার সর্বশক্তি দিয়ে এই বিষয়ে আলোচনা হবে।