সেকশন

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
 

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরনো সম্পর্ক শেষ: কানাডার প্রধানমন্ত্রী

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৯:০০ এএম

অর্থনীতির গভীর সংযোগ, নিশ্ছিদ্র নিরাপত্তা ও সামরিক সহযোগিতার ওপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার ‘পুরাতন সম্পর্ক শেষ’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

বিবিসির খবরে বলা হয়, মন্ত্রিসভার বৈঠকের পর অটোয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্ক কার্নি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের জবাবে কানাডিয়ানদের এখন অবশ্যই তাদের অর্থনীতি নিয়ে নতুন করে ভাবতে হবে।

তিনি বলেছেন, কানাডাও এখন পাল্টা শুল্ক আরোপ করবে যা যুক্তরাষ্ট্রের ওপর প্রভাব ফেলবে।

এর আগে, গত বুধবার গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ আমদানির ওপর নতুন করে স্থায়ীভাবে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি জানান, গাড়ি আমদানির ওপর নতুন এই শুল্ক আগামী ২ এপ্রিল থেকে কার্যকর করা হবে। তবে যন্ত্রাংশের ক্ষেত্রে শুল্ক কার্যকর হবে মে মাসে কিংবা তারও পরে।

কার্নি বলেছেন, তার জীবদ্দশায় দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি হলো ১৯৬৫ সালে স্বাক্ষরিত ‘কানাডা-ইউএস অটোমোটিভ প্রোডাক্টস অ্যাগ্রিমেন্ট’ (কানাডা-মার্কিন মোটরগাড়ি পণ্য চুক্তি)।

এই শুল্কের কারণে এখন সেটি (চুক্তি) শেষ হয়ে গেল, বলেন তিনি।

তিনি এও বলেন যে, যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্কের মুখেও কানাডা তার অটো শিল্পকে বাঁচিয়ে রাখতে পারবে। তবে এর জন্য সরকার ও ব্যবসায়িক গোষ্ঠীকে একত্রে এই শিল্পকে নিয়ে নতুন করে ভাবতে হবে এবং পুনর্গঠন করতে হবে।

একাত্তর/আরএ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনো ইরান-ইসরাইল হামলায় জোরালো সমর্থন জানাচ্ছেন, আবার কখনো এই অবস্থান থেকে দূরে সরে যাচ্ছেন।
ইরান-ইসরাইলের সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কার মধ্যেই বুধবার (১৮ জুন) ভোররাতে পূর্ব ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স লেকেনহিথ থেকে অন্তত চারটি এফ ৩৫ বিমান ঘাঁটি ছেড়ে গেছে বলে জানা...
ইরানের সর্বোচ্চ নেতা অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় 'লুকিয়ে আছেন' যুক্তরাষ্ট্র জানে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, আমরা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করবো না, অন্তত...
কানাডায় অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী নেতারা ইরানে ‘উত্তেজনা কমানোর’ আহ্বান জানিয়ে একটি যৌথ বিবৃতি জারি করেছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের মধ্যে রিজিওনাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা।
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার ৫৫৮ জন। বুধবার (১৮ জুন) রাত ১০টার দিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। 
জাপান সরকার ও অন্যান্য বেসরকারি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান কর্তৃক কয়লা ও এলএনজি প্রকল্পগুলোতে বিনিয়োগ বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উদীচী সংক্রান্ত খবরে উদ্বেগ জানিয়েছেন উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত