সেকশন

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
 

চীনের কাছে পারমাণু অস্ত্রের চেয়েও শক্তিশালী বোমা!

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৫৬ পিএম

চীন এখন শুধু আর অর্থনৈতিকভাবে বিশ্বের অন্যকম শীর্ষ দেশই নয়, সেই সঙ্গে অন্যতম সামরিক শক্তিধর দেশও বটে। গ্লোবাল পাওয়ার হাউসের হিসাবে, বিশ্বে সামরিক শক্তিতে প্রথম স্থানে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে রাশিয়া, তিন ও চারে রয়েছে যথাক্রমে চীন এবং ভারত। খবর- সাউথ চায়না মর্নিং পোস্ট।

তবে পৃথিবীর সব থেকে উন্নত এবং অত্যাধুনিক বেশ কিছু যুদ্ধাস্ত্র বানিয়ে ফেলেছে চীন। সামরিক শক্তির বিচারে সমুদ্র, আকাশ, মহাকাশ এবং আন্তর্জাল, সবক্ষেত্রেই নিজেদের অন্যতম শক্তিশালী হিসেবে প্রতিষ্ঠা করে ফেলেছে তারা। কোনও কোনও ক্ষেত্রে ইতিমধ্যেই পৃথিবীতে শ্রেষ্ঠ বেইজিং। 

মার্কিন সরকারের ডিফেন্স ইন্টেলিজেন্স অ্যাজেন্সির প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র তৈরিতে চীন অবিশ্বাস্য গতিতে এগিয়ে চলছে। শেষ কয়েক দশকে প্রযুক্তির ক্ষেত্রে অভাবনীয় উন্নতি করেছে চীন। অস্ত্র  উৎপাদন শিল্পে চীন সারা পৃথিবীর ভরকেন্দ্র হয়ে ওঠা থেকেই এই এগিয়ে যাওয়ার শুরু।

এরই ধারাবাহিকতায় চীন এমন একটি হাইড্রোজেন বোমা তৈরি করেছে, যেটি পারমানবিক বোমার চেয়েও কম শক্তিশালী নয়। সে দেশের গবেষকরা এটির সফল পরীক্ষাও করেছেন। এটি পারমাণবিক বোমা থেকে আলাদা, কিন্তু অনেক বেশি শক্তিশালী। এর ধ্বংস ক্ষমতা অবিশ্বাস্য বলেও বর্ণনা করা হচ্ছে। 

চীনের হাইড্রোজেন বোমা অস্ত্রের জন্য ব্যবহৃত টিএনটি বিস্ফোরকের চেয়ে ১৫ গুণ বেশি তাপ উৎপন্ন করে। এটি চীনের সামরিক শক্তিতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি বলে মনে করা হচ্ছে। এই সফল পরীক্ষার পর, চীনের কাছে এখন পারমাণবিক অস্ত্র ছাড়াও একটি অত্যন্ত শক্তিশালী অস্ত্র রয়েছে। 

বোমাটি চায়না স্টেট শিপবিল্ডিং কর্পোরেশন দ্বারা তৈরি করা হয়েছে। বোমাটিতে ম্যাগনেসিয়াম থেকে তৈরি হাইড্রোজেন উপাদান ব্যবহার করা হয়েছে। এই উপাদানটি আগুনের গোলা তৈরি করে। এটি সাধারণ বিস্ফোরকের চেয়ে বেশি সময় ধরে জ্বলে, যা এটিকে অনেক বেশি বিপজ্জনক করে তোলে। 

হাইড্রোজেন বোমায় পারমাণবিক উপাদান ব্যবহার করা হয় না। চীন ম্যাগনেসিয়াম হাইড্রাইড দিয়ে তৈরি দুই কিলোগ্রাম ওজনের একটি বোমা পরীক্ষা করেছে। রূপালী রঙের এই পাউডারটি প্রচুর পরিমাণে হাইড্রোজেন ধারণ করতে পারে। একটি ছোট বিস্ফোরণের মাধ্যমে জ্বলে ওঠে, যার ফলে দ্রুত উত্তপ্ত হয়। 

নতুন ধরনের বোমাটি হাইড্রোজেন গ্যাস নির্গত করে যা বাতাসের সঙ্গে মিশে গেলে পুড়ে যায়। বোমাটি এক হাজার ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার একটি আগুনের গোলা তৈরি করে। এই আগুন দুই সেকেন্ডেরও বেশি সময় ধরে জ্বলতে পারে, যা টিএনটি’র মতো অন্যান্য বোমার তুলনায় বেশি ক্ষতি করতে পারে।

গবেষক ওয়াং জুয়েফেং এবং তার দল জানিয়েছে, হাইড্রোজেন গ্যাস বিস্ফোরণের জন্য খুব কম শক্তি লাগে। এর শিখা খুব দ্রুত  এবং একটি বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। এই সংমিশ্রণ বিস্ফোরণের তীব্রতা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। উৎপন্ন ভয়াবহ তাপ সহজেই বিশাল এলাকার লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, যখন একটি হাইড্রোজেন বোমা প্রচলিত বিস্ফোরক দ্বারা চালিত হয়, তখন ম্যাগনেসিয়াম হাইড্রাইড তাপ উৎপন্ন করে। এটি হাইড্রোজেন নির্গত করে, যা বাতাসের সঙ্গে মিশে যায়। যখন এই গ্যাস একটি নির্দিষ্ট স্তরে পৌঁছায়, তখন এটি জ্বলে ওঠে। এই প্রক্রিয়াটি জ্বালানি শেষ না পর্যন্ত জ্বলতে পারে।

গবেষকরা দেখেছেন যে চীনের এই নতুন অস্ত্রের বিস্ফোরণ টিএনটির তুলনায় ৪০ শতাংশ কম। পরীক্ষায় দেখা গিয়েছে, বিস্ফোরণের শক্তি ছিল ৪২৮.৪৩ কিলোপাস্কেল। এই অস্ত্রের শক্তি হল এটি যে তাপ উৎপন্ন করে যা ১,০০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। এই তীব্র তাপ একটি বিশাল এলাকা জুড়ে ক্ষতি করতে পারে।

একাত্তর/এসি
ওয়াশিংটনের হামলার জবাবে ইরান হরমুজ প্রণালি বন্ধের পথ বেছে নিতে পারে। এই জলপথ দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের পাঁচ ভাগের এক ভাগ পরিবাহিত হয়।
ইরান-ইসরাইল সংঘাত ঘিরে সামরিক উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে। চলমান এ সংঘাত শুরুর পর এই প্রথমবার মুখ খুললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
এবার চীনা শিক্ষার্থীদের ওপর আরও চাপ বৃদ্ধি করল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, চীনা শিক্ষার্থীদের ভিসা কঠোরভাবে বাতিল করা শুরু...
বাণিজ্যযুদ্ধের পর চীন খুব ভালোভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছিলো। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৯০ দিনের শুল্ক স্থগিতের পদক্ষেপকে জয় হিসেবেই দেখে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। কিন্তু এ ব্যাপারে চীনের দৃষ্টিভঙ্গি...
এবার মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞলের দেশ কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে...
পঙ্কিল রাজনীতি বিশ্ববিদ্যালয় চত্বরে না আনার আহবান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, আমার রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে। কিন্তু সে রাজনৈতিক বিশ্বাস, বিশ্বাসের...
সুনামগঞ্জে একদল অবৈধ অস্ত্রধারীর সঙ্গে সেনা সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনের মরদেহ করেছে পুলিশ। তবে কাদের গুলিতে ওই ব্যক্তি মারা গেছেন তা জানাতে পারেনি পুলিশ।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ তিন জন কেন্দ্রীয় নেতা সম্প্রতি জামায়াত–ই–ইসলামী পাকিস্তানের ছাত্রসংগঠন ইসলামী জমিয়ত–ই–তালাবা পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত