প্রতিশোধ নয় বরং সবাইকে সাধারণ ক্ষমার ঘোষণা করলেও নিজেদের পুরনো রূপে ফিরতে শুরু করেছে আফগানিস্তানের দখল নেওয়া তালেবান গোষ্ঠী। শুক্রবার (২০ আগস্বাট) দগিস প্রদেশের পুলিশ প্রধানকে নৃশংসভাবে হত্যা করেছে তালেবানরা।
সেই হত্যার গা শিওরে ওঠা এক ভিডিও ফুটেজ প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক নানা সংবাদমাধ্যমে। ওই পুলিশ প্রধানকে এক সপ্তাহ আটকে রাখার পর হত্যা করেছে তালেবানরা।
ভিডিওতে দেখা যায়, জেনারেল হাজী মোল্লা আচাকযাই হাত বাঁধা অবস্থায় হাটু গেড়ে বসে আছেন আর পেছনে দুজন তালেবান সদস্য দাঁড়িয়ে আছে। এরপরেই আসে বন্দুকের শব্দ। মুহূর্তেই প্রাণহীন দেহে পরিণত হয় হাজী মোল্লা আচাকযাই।
এর আগে, তুর্কমেনিস্তান সীমান্তের কাছাকাছি এলাকা দখল করার পর ওই পুলিশ প্রধানকে আটক করে তালেবানরা। এরপর এক সপ্তাহ আটকে রাখার নির্মমভাবে হত্যা করা হয়।
জেনারেল আচাকযাই তালেবানদের তীব্র বিরোধী ছিলেন এবং এর আগে লড়াই এর সময় কয়েকদফা তালেবানদের বিরুদ্ধে লড়াই করেছেন। পূর্ব আফগানিস্তানের জালালাবাদের কাছে লাগমান প্রদেশের গভর্নর এবং পুলিশ প্রধানকেও আটক করা হয়েছে।
আরও পড়ুন:আমরা পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিয়েছি: ট্র্যাম্প
তালেবান কাবুল দখলের পর আফগানিস্তান থেকে ১৮ হাজারের বেশি মানুষ সরিয়ে নেওয়া হয়েছে। এমনকি এখনো আফগানরা বিমানবন্দরের বাইরে ভিড় করছেন।
একাত্তর/এসএ