সেকশন

সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
 

চতুর্থ দিনে গড়ালো ইরান-ইসরাইল সংঘাত, চলছে মিসাইল বর্ষণ

আপডেট : ১৬ জুন ২০২৫, ০২:১১ পিএম

ইসরাইলের হামলায় গত চারদিনে তেহরানে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে দাড়িয়েছে। আহত হয়েছেন ১ হাজার ২৭০ জনেরও বেশি মানুষ। এছাড়া, ইসরাইলের বন্দরনগরী হাইফাসহ মধ্যাঞ্চলের চারটি জায়গায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আটজন নিহত এবং অন্তত ৭৪ জন আহত হয়েছেন। 

এনিয়ে ইরানের পাল্টা হামলায় ইসরাইলে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২০ জন। এরই মধ্যে, হামলার প্রতিশোধ নেয়া শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির কোনো আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। এদিকে, ইরানের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছে ইসরাইল। 

টানা চতুর্থ রাতেও একে অপরের ভূখণ্ড লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইসরাইল ও ইরান। সোমবার ভোরে ইসরাইলের একটি তেল পরিশোধনাগারে আঘাত হানে ইরান। এছাড়া দেশটির মধ্যাঞ্চলেও ইরানের হামলায় কয়েকজন হতাহত হন। ইরানি একটি মিসাইল মধ্য ইসরাইলের পেতাহ টিকভা শহরের একটি ভবনে সরাসরি আঘাত হানায় সেখানে আগুন ধরে যায়। 

আইআরজিসি-এর সর্বশেষ এই হামলায় তেল আবিব, হাইফা, বেন গুরিয়ন বিমানবন্দর ও নেভাটিম বিমানঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। বাত ইয়াম শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ৭৫টিরও বেশি ভবনের মধ্যে ২২টি ভবন ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অন্যদিকে, ইরানের কোম শহরের ৩০ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলে অবস্থিত ফোর্দো পরমাণু কেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে, ইসরাইলি বিমান হামলায় নিহত হন ইরানের অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ড কোরের আইআরজিসি গোয়েন্দা শাখার প্রধানসহ দুই ইরানি জেনারেল। 

এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইসরাইলি বিমান বাহিনী। এক বিবৃতিতে আইডিএফ বলেছে, তারা ইরানের কেন্দ্রীয় অঞ্চলের ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে আক্রমণ চালাচ্ছে।

এরইমধ্যে, হামলা না থামালে ইসরাইলকে আরও কঠোর জবাব দেয়া হবে বলে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি একথা বলেন। ইসরাইল হামলা অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট।

এদিকে ইসরাইলের সব বিমানবন্দর ও আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া ইরানের প্রতিশোধের আশঙ্কায় বিশ্বের বিভিন্ন দেশে দূতাবাস ও কূটনৈতিক মিশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে দেশটি।

ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে যুক্তরাজ্য, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে সহায়তা চেয়েছে ইসরাইল। যুক্তরাজ্য ইতোমধ্যেই ইসরাইলের অনুরোধের জবাবে সহায়তা দিচ্ছে বলেও জানা গেছে। এরিমধ্যে বিভিন্ন ঘাঁটি থেকে মার্কিন সেনাবহর উপসাগরের দিকে যাত্রা শুরু করেছে। 

ইসরাইলের চলমান হামলার মধ্যে কোনো ধরনের যুদ্ধবিরতি আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। কেবলমাত্র ইসরাইলি হামলার জবাব দেয়া শেষ হলেই গঠনমূলক আলোচনায় বসবে ইরান, এমনটাই জানানো হয়েছে দেশটির পক্ষ থেকে। 

এআরএস
ইরান কূটনৈতিক সমাধানের পথে আগ্রহী বলে ইঙ্গিত দিয়ে জানিয়েছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ)’র সঙ্গে তাদের সহযোগিতা ‘নতুন রূপে’ চালু হবে।
গাজায় বর্বর হামলার মধ্যেই ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে গোপন আলোচনা করেছিল সৌদি আরব। যদিও দেশটি শর্ত দিয়েছিল, গাজায় যদি যুদ্ধ বন্ধ হয় তাহলেই তারা এ পথে এগোবে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক...
যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরতার সব সীমা ছাড়িয়ে গেছে। প্রতি মুহূর্তে মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নিচ্ছে।
হোয়াইট হাউজে দুই দফা বৈঠকের পর মুখ খুললেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি আশা করেন, হামাসের সঙ্গে জিম্মি মুক্তির একটি চুক্তি কয়েক দিনের মধ্যে চূড়ান্ত হতে পারে। 
ডাম্বুলায় অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ১-১ এ সমতায় ফিরিয়েছে। টসে হেরে এবং শুরুতেই উদ্বোধনী ব্যাটসম্যানদের হারিয়ে প্রাথমিক চাপে পড়লেও অধিনায়ক লিটন দাস দলের...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৬ জনের। একই সময় ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২০ জন। চলতি বছরে এই...
শেরপুরে মাদ্রাসা ছুটি পর বাড়ি ফেরার সময় মাইক্রোবাসের চাপায় দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থাও আশঙ্কাজনক। স্থানীয়রা মাইক্রোবাস ও এর চালককে আটক করে...
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তফসিলে নৌকা আপাতত থাকবে। সেই সঙ্গে এখনই ‘শাপলা’ প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে না।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত