ঘুষ নেয়ার অভিযোগে চীনে আটক হওয়া দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ফুটবল তারকা সন জুন-হো মুক্তি পেয়েছেন।
সম্প্রতি তাকে মুক্তি দেওয়া হয়েছে বলে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
গত বছরের মে মাসে ৩১ বছর বয়সী সনকে গ্রেপ্তার করা হয়। তাকে নিয়ে ঘুষ-দুর্নীতি ও ম্যাচ ফিক্সিংয়ের সন্দেহ খুঁজতে থাকে চীনা কর্তৃপক্ষ।
গ্রেপ্তারের আগে সন জুন-হো খেলছিলেন চাইনিজ সুপার লিগের ক্লাব শানডং তাইশানের হয়ে। এছাড়া তখন তিনি দক্ষিণ কোরিয়ার জাতীয় ফুটবল দলেরও একজন সদস্য ছিলেন।
এই মিডফিল্ডার নিজ দেশের হয়ে ২০২২ সালের কাতার বিশ্বকাপসহ ২০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ১০ মাস চীনে আটক থাকা সন জুন-হো মুক্তি পেয়ে দেশে মাটিতে ফিরেছেন।
তবে এই ফুটবল তারকা কবে দেশে ফিরেছেন বা তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে কিনা, তা নিয়ে কোন মন্তব্য করেনি মন্ত্রণালয়।