করোনা বা কোভিড এক ভয়াবহ আতঙ্কের নাম। আর এই আতঙ্ক থেকেই নানা দেশ শিক্ষা নিয়েছে। সে শিক্ষারই ফলস্বরুপ এ বার ফ্রান্স স্বাস্থ্য সুরক্ষা খাতে বিনিয়োগ করতে যাচ্ছে ৭ দশমিক ৯ বিলিয়ন ডলার যা প্রায় ৮ লাখ ৬৭ হাজার কোটি টাকার সমমান। ফ্যাশন, আর্ট আর পারফিউমে নতুন নতুন উদ্ভাবনের দেশ ফ্রান্স এবার স্বাস্থ্যের দিকে নজর দিয়েছে। চিকিৎসা খাতে উদ্ভাবনেও বিশ্বের শীর্ষে উঠতে চায় দেশটি। স্বাস্থ্য খাতে উদ্ভাবন কর্মসূচিতে এগুচ্ছে ফ্রান্স।
প্যারিসভিত্তিক ফ্রান্স বায়োটেক বলছে ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে দেশটির স্বাস্থ্য-প্রযুক্তি প্রতিষ্ঠানের সংখ্যা ২০৫০ থেকে বেড়ে হয়েছে ২৬৪০। আর উদ্ভাবনে বড় ভুমিকা রাখছে হেলথ সেক্টেরের নতুন ছোট বড় স্টার্ট আপগুলো।
সম্প্রতি আউকিন নামে একটি স্টার্ট আপ ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ টেনেছে ফার্মা জায়ান্ট সানোফি, গুগল ভেঞ্চার এবং ফিডেলিটি ইনভেস্টমেন্টের ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড থেকে। কারণ ৩০০ কর্মীর প্রতিষ্ঠান আউকিন সাড়া তুলেছে এআই বা কৃত্রিম বৃদ্ধিমত্তাভিত্তিক উদ্ভাবন দিয়ে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ বিশ্বখ্যাত স্বাস্থ্য সাময়িকী নেচারকে বলেছেন, ২০৩০ সালের মধ্যে স্বাস্থ্য-সেবায় সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তিনি তার দেশকে বিশ্বের শীর্ষে নিয়ে যেতে চান । এবার নেচার এর ২০২৩ র্যাকিং অব হেলথ সায়েন্স রিসার্স আউটপুটে ফ্রান্সের ষষ্ঠ স্থানে উঠে আসাই বলছে স্বাস্থ্য প্রযুক্তি উদ্ভাবনে সত্যিই এগুচ্ছে দ্যা ভিঞ্চির দেশ।