সেকশন

রোববার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১
 

ইরানে মিসাইল হামলা হয়নি: তেহরান

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১২:৫৯ পিএম

ইরানের ইস্পাহান শহরের ওপর কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি বলে দাবি করেছেন এক ইরানি কর্মকর্তা। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই কথা বলেছেন তিনি।

শুক্রবার ইস্পাহান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই শব্দ ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার ফলে হয়েছে বলে জানিয়েছেন ইরানি ওই কর্মকর্তা। এক প্রতিবেদনে বার্তা সংস্থাটি এই খবর জানিয়েছে।

তবে, রয়টার্সের এই প্রতিবেদনে ইরানি ওই কর্মকর্তার পরিচয় প্রকাশ করা হয়নি।

এর আগে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছিল, ইস্পাহান শহরে ওপর ইসরাইলের ছোড়া তিনটি ড্রোন ভূপাতিত করেছে ইরানি সেনাবাহিনী।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, স্থানীয় সময় ‘আনুমানিক ভোর ৪ টায়’ ইস্পাহান শহরের আকাশে তিনটি ড্রোন দেখা গেছে। এরপরই ইরান তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ‘আকাশে এই ড্রোনগুলোকে ধ্বংস করেছে।’

সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার পর ইসরাইলে ইরানের প্রতিশোধমূলক হামলার পর আঞ্চলিক উত্তেজনা বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে এখন টানটান উত্তেজনা।

এর মধ্যেই ইস্পাহান প্রদেশের একটি বড় বিমানঘাঁটির কাছে বিস্ফোরণের খবর জানায় ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম। খবরে বলা হয়, ইরান বিমান প্রতিরক্ষা ব্যাটারি নিক্ষেপ করেছে।

এর মধ্যেই ধোঁয়াশা তৈরি করে মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজ একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইসরাইল ইরানের একটি সাইটে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে কথিত হামলার বিষয়ে ইসরাইল ও ইরানের পক্ষ থেকে কোনো কথাই বলা হয়নি।

 

একাত্তর/জো
আবারও ভেস্তে বসেছে হামাস-ইসরাইল যুদ্ধবিরতি। ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র...
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে তেহরানে সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতারা। শনিবার হামাসের ভারপ্রাপ্ত প্রধান নেতা খলিল আল-হাইয়া ও অন্য দুই নেতা...
আরও তিন ইসরাইলি বন্দিকে মুক্তি দিয়েছে হামাস। শনিবার ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে বন্দি বিনিময়ের পঞ্চম ধাপে মধ্য গাজার দেইর-আল বালাহ এলাকার একটি স্থান থেকে মুক্তি দেয়া হয়েছে...
আন্তর্জাতিক মধ্যস্থতায় হওয়া সর্বশেষ যুদ্ধবিরতি চুক্তির আওতায় বন্দী বিনিময়ের অংশ হিসেবে হামাস আরো তিন ইসরাইলি বন্দিকে মুক্তি দিয়েছে। এর বিপরীতে ইসরাইল মুক্তি দিয়েছে ১৮৩ ফিলিস্তিনি বন্দিকে।
ব্যক্তিগত সুবিধা আদায়ের আশায় একদল সাংবাদিক স্বৈরাচারের দালালি করেছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণে বর্তমানে যে আইন আছে তা পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সীমানা নির্ধারণ আইন মানুষের আকাঙ্খা অনুযায়ী...
যুদ্ধবিরতির পর গাজায় ফিরে তীব্র খাদ্যের সংকটের মুখে পড়েছেন ফিলিস্তিনিরা। এক টুকরো রুটির জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। উত্তরাঞ্চলে পর্যাপ্ত আবাসন, পরিষ্কার পানি, খাদ্যের...
টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেনসহ (৫৪) তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে রাজধানীর ভাটারা থানা পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত