সেকশন

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
 

খাবার যখন হয়ে ওঠে শিল্প

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১০:৫০ পিএম

স্বীকার করুন বা নাই করুন, খাওয়া-দাওয়ার চেয়ে বড় কোন বিনোদন নেই। আর আনন্দ-উৎসব মানেই দারুণ সব খাবারের আয়োজন। তবে আজকাল ভোজন রসিক মানুষের প্রতিদিনই যেন উৎসব। প্রযুক্তির কল্যাণে এখন ঘরে বসেই বিনা খাটুনিতে পাওয়া যায় মনের মতো নানা পদের খাবার। তবে পকেটে টাকা থাকা চাই! আবার টাকা থাকলেও অনেক সময় ভাল মানের খাবার জুটে না। আজকে আমরা এমন একজনের গল্প শুনবো যিনি এই খাবারকে শিল্প হিসেবে নিয়েছেন। শিল্প এই অর্থে বলা, যেখানে বাড়তি যত্ন ও মমতার ঘ্রাণ পাওয়া যায়। তাহলে শোনা যাক রাফাত আরা ডালিয়ার পথ চলার গল্প।

‘মনে হয় আমার বাচ্চার জন্য রান্না করছি’

‘‘কোন মা-ই কিন্তু আর যাই করুক তার বাচ্চাদের জন্য বেস্টটা বা সর্বোচ্চটা দিবে, আমি যখনই খাবার তৈরি করি মনে হয় আমার বাচ্চাদের জন্য করছি। আমি যে কাজটাই করি সেটা ফ্রেস এবং ভালটাই করি। যারাই আমাকে খাবারের অর্ডার দেয়, প্রতিটা খাবার তৈরির সময় মনে হয় আমার দুই ছেলের জন্য রান্না করছি।

২০২০ সালের নভেম্বর থেকে শুরু করি ‘Taste T By Daalia’। যেহেতু কোভিডের জন্য কোথাও বের হওয়া যাচ্ছিল না, আবার কিছু একটা কাজও করতে হবে, আমি কাজের সাথেই থাকতে পছন্দ করি। রান্না করতে ভাল লাগে, পরিবারের সবাই আমার হাতের রান্না খেয়ে প্রশংসাও করে তাই ছোট করেই প্রথমে হোমমেড ফুড ডেলিভারি শুরু করলাম। আমার কাছের বন্ধুবান্ধবরা উৎসাহ দিয়ে তারাই অর্ডার দেওয়া শুরু করে । মজার বিষয় হলো যারা খাবার একবার নিয়েছে তারা বারবার অর্ডার দেয়। আমার খাবারের  বৈশিষ্ট হলো টাটকা, অর্ডারের পর বাজার থেকে ফ্রেস সব কিছু রান্নার জন্য নিয়ে আসি। আর দাম সবার সাধ্যের মধ্যে। যেহেতু আমাকে কোন আউটলেট বা রেস্টুরেন্টের ভাড়া দিতে হচ্ছে না। রান্নাটা আমি নিজ হাতে করি। আমার কোন সেফ নেই, তবে কাজে সহায়তার জন্য কিছু কর্মী নিয়োগ করেছি। দু’একটা খাবার দিয়ে শুরু করলেও এখন বিভিন্ন উৎসব-অনুষ্ঠানের খাবার তৈরি করি। কর্মব্যস্ত জীবনেও মানুষ হাতের কাছে পাক তার কাঙ্খিত খাবার।

আমার বাবার পরিবারের সবাই খুব ভোজন রসিক, বিয়েও হয়েছে জমিদার পরিবারের ছেলের সাথে তাই অন্যকোন ব্যবসা বা কাজে মন না দিয়ে খাবারের কাজটিই যত্ন দিয়ে করছি। ঐতিহ্যবাহী রান্নাগুলো মা-শাশুড়ির কাছ থেকেই শিখেছি ।

এইচএসসিতে ফোর্থ স্ট্যান্ড

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমি অক্সফোর্ড স্কুলে শিক্ষকতা করতাম। এইচএসসিতে আমি ঢাকা বোর্ড থেকে ফোর্থ স্ট্যান্ড করি। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং কিছুদিন পর পরিবার থেকে আমাকে বিয়ে দিয়ে দেওয়া হলো। আমি বিশ্বাস করতাম, যে কাজই করি না কেন, চাইলে সেরাটা করা যায়। পড়াশুনা হোক বা ব্যবসা যাই করি না কেন সেরাটা করতে হবে। আর অবশ্যই কাজে সততা থাকতে হবে। সফল হওয়া আসলে দূরহ কোন বিষয় নয়।

‘আমার তৈরি খাবার সবাই পছন্দ করে, কিন্তু কাজটাকে ছোট করে দেখে’

আমার সহপাঠিরা অনেকেই উচ্চ পদস্থ কর্মকর্তা। আমিও হয়তো সেরকম একজন হতে পারতাম। এতে আমার তেমন কোন দুঃখ নেই। একটা বিষয় আমাকে খুব তাড়া করে, আমি কে, আমার নিজের কী পরিচয়? হতে পারি অমুকের মেয়ে, বড় কোন অফিসারের বউ, কিন্তু আমার নিজের কী পরিচয়? খুব চেয়েছি আমার নিজের একটা স্ট্রং পরিচয় হোক। কিছু একটা আমাকে করতেই হবে। আমি কোন কাজটা ভাল পারি এবং আমার ভাললাগা আছে কোন কাজটাতে। এই চিন্তা থেকে শুরু করলাম আমার পথ চলা। উদ্দেশ্য ভালমানের টাটকা খাবার সরবরাহ করা। কর্মজীবী মায়েরা সবসময় চাইলেও পারেন না তাদের সন্তানদের মজার এবং ফ্রেস খাবার খাওয়াতে। আমি এমন মায়েদের কাছে পৌছেঁ দিই মায়ের হাতের রান্না ( আমিও তো একজন মা)।

আমাদের দেশে রান্নার কাজটা সত্যি বলতে ছোট করে দেখা হয়। যারা রান্না করেন তাদের ওতোটা সম্মান দেওয়া হয় না। আমি কাজ করতে গিয়ে এগুলো দেখেছি। আমার রান্না করা খাবার সবাই খুব পছন্দ করে কিন্তু আমার কাজটাকে অনেকেই ছোট করে দেখে..!’’

এনএন/আরবিএস
এবারের ঈদ উৎসবে দেশীয় ফ্যাশন হাউজগুলোর পোশাকে প্রাধান্য পেয়েছে উজ্জ্বল রঙ। কাপড় ও ডিজাইনে মাথায় রাখা হয়েছে বৈশাখী উৎসবকেও। ফ্যাশন হাউজগুলোর বিভিন্ন আউটলেটে পসরা বসেছে বাহারি ডিজাইন ও রঙের সুতির...
শুদ্ধতা ও পবিত্রতার আবেশে রমজান আসে বিশ্ব মুসলিমে। বছরজুড়ে এই একমাস যেন একটু ভিন্ন রকম, সারাদিনের কাজকর্ম-খাবারসহ সবকিছুতে যেন একটা উৎসব-উত্তেজনা পরিবেশ। পবিত্র রোজার মাসকে আরো আনন্দময় করতে কয়েকদিন...
যা যা লাগবে: • গরুর মাংস– ১ কেজি• পোলায়ের চাল– ৫০০ গ্রাম• সরিষার তেল– পোনে  ১ কাপ• পেয়াজ কুচি– আধা কাপ• আদা বাটা–১ টেবিল চামচ• রসুন বাটা–২ চা চামচ• জিরার গুড়া– ২ চা চামচ• এলাচি–৬/৭ টা•...
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অপহৃত পাঁচ শিক্ষার্থী মুক্ত হয়েছেন বলে দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। তবে পারস্পরিক পরামর্শের মাধ্যমে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে বলে...
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ এবং বাংলাদেশ পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে ইতালি সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত