সেকশন

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
 

পোশাকে ঈদের সঙ্গে থাকছে বৈশাখের ছোঁয়া

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৪:২৯ পিএম

এবারের ঈদ উৎসবে দেশীয় ফ্যাশন হাউজগুলোর পোশাকে প্রাধান্য পেয়েছে উজ্জ্বল রঙ। কাপড় ও ডিজাইনে মাথায় রাখা হয়েছে বৈশাখী উৎসবকেও। ফ্যাশন হাউজগুলোর বিভিন্ন আউটলেটে পসরা বসেছে বাহারি ডিজাইন ও রঙের সুতির পোশাকের।

ক্রেতাদের সাধ ও সাধ্যের মেলবন্ধনেই রাখা হচ্ছে পোশাকের দাম। ঈদকে ঘিরে দিন ও রাতের কথা ভেবে দুই ধরনের পোশাক করেছে দেশীয় ফ্যাশন হাউজগুলো।

দিনে অপেক্ষাকৃত আরামদায়ক পোশাক এবং রাতে পার্টির কথা মাথায় রেখে এক্সক্লুসিভ পোশাক রেখেছে ফ্যাশন হাউজগুলো।

ফ্যাশন ব্র্যান্ড কে-ক্রাফটে দিনের পোশাকের দাম রাখা হচ্ছে তিন থেকে ছয় হাজার টাকার মাঝে। রাতের পোশাকের দাম পাঁচ থেকে ১০ হাজার।

কে ক্রাফটের স্বত্বাধিকারী খালিদ মাহমুদ খান বলেন, আমরা যেখানে দেখছি কাপড়ের দাম এবং মজুরি কিছুটা বেড়েছে সেখানে আমরা চেষ্টা করেচি নকশা এবং কারিগরি দিকে পরিমিতিবোধ এনে কিছুটা সাশ্রয় করতে পারি। যাতে টোটাল কস্টে ক্রেতার ওপর চাপ না পড়ে।

দেশীয় আরেক প্রতিষ্ঠান অঞ্জনস এ বৈশাখ ও ঈদের কথা ভেবে পাঞ্জাবি ও থ্রি পিসের দিনের পোশাকের দাম রাখা হচ্ছে ১৪০০ থেকে ছয় হাজার টাকার মাঝে।

অঞ্জন’স এর স্বত্বাধিকারী শাহীন আহমেদ বলেন, মূল্য সহনশীল রাখতে আমাদের অনেক ধরনের কাজ করতে হয়। ডিজাইনকে ভিন্ন আকার দিতে হয়। কিংবা ভ্যালু এডিশনের ক্ষেত্রে অনেকগুলো চিন্তা করতে হয়।

গরমের কথা মাথায় রেখে প্রাধান্য দেয়া হয়েছে সূতির কাপড়কে আর রাতের পোশাকে সিল্প, হাফসিল্ক কাপড়কে। ছেলেদের পোশাকে ব্যবহৃত হয়েছে জ্যামিতিক মোটিফ আর মেয়েদের পোশাকে ফ্লোরাল মোটিফ।

শাহীন আহমেদ আরও বলেন, আমরা যে পারিপার্শ্বিক যে বিষয়গুলি নিয়ে কাজ করি, যে ডিজাইনগুলি নিয়ে কাজ করি সেখান থেকে মোটিফ সিলেকশন করি। ছেলেরা জ্যামিতিক মোটিফ বেশি পছন্দ করে। মেয়েদের পোশাকে জ্যঅমিতিক মোটিফের পাশাপাশি ফ্লোরাল মোটিফ ব্যবহার করা হয়।

খালিদ মাহমুদ খান বলেন, এবার পোশাকের ক্ষেত্রে সুতি কাপড় বিশেষ করে আরামদায়ক কাপড় ব্যবহার করা হয়েছে।

উজ্জ্বল রঙ এর পোশাকে রঙ্গিন হয়ে উঠুক ঈদ আনন্দ, এমনটাই প্রত্যাশা সবার।

 

কেএসএইচ
‘রজনী নিদ্রাহীন, দীর্ঘ দগ্ধ দিন, আরাম নাহি যে জানে রে..’ রবীন্দ্রনাথের এই বাণীতে স্পষ্ট বোঝা যায় প্রকৃতির বিরূপতা। গরমে একটু আরাম পেতে শরীর-মন যেন অস্থির হয়ে ওঠে।
স্বীকার করুন বা নাই করুন, খাওয়া-দাওয়ার চেয়ে বড় কোন বিনোদন নেই। আর আনন্দ-উৎসব মানেই দারুণ সব খাবারের আয়োজন। তবে আজকাল ভোজন রসিক মানুষের প্রতিদিনই যেন উৎসব। প্রযুক্তির কল্যাণে এখন ঘরে বসেই বিনা...
শুদ্ধতা ও পবিত্রতার আবেশে রমজান আসে বিশ্ব মুসলিমে। বছরজুড়ে এই একমাস যেন একটু ভিন্ন রকম, সারাদিনের কাজকর্ম-খাবারসহ সবকিছুতে যেন একটা উৎসব-উত্তেজনা পরিবেশ। পবিত্র রোজার মাসকে আরো আনন্দময় করতে কয়েকদিন...
যা যা লাগবে: • গরুর মাংস– ১ কেজি• পোলায়ের চাল– ৫০০ গ্রাম• সরিষার তেল– পোনে  ১ কাপ• পেয়াজ কুচি– আধা কাপ• আদা বাটা–১ টেবিল চামচ• রসুন বাটা–২ চা চামচ• জিরার গুড়া– ২ চা চামচ• এলাচি–৬/৭ টা•...
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অপহৃত পাঁচ শিক্ষার্থী মুক্ত হয়েছেন বলে দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। তবে পারস্পরিক পরামর্শের মাধ্যমে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে বলে...
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ এবং বাংলাদেশ পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে ইতালি সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত