দীর্ঘ অপেক্ষার পর রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে মোংলা বন্দর। বুধবার ভার্চুয়ালি মোংলা-খুলনা রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভার্চুয়ালি যোগ দিতে পারেন। এই রেলপথ চালু হলে গতিশীল হবে দক্ষিণাঞ্চলের অর্থনীতি।
মোংলা বন্দরকে দেশের রেল নেটওয়ার্কে যুক্ত করতে ২০১৬ সালে শুরু হয় খুলনা-মোংলা রেলপথ নির্মাণ। ২০১৯ সালে শেষ হওয়ার কথা থাকলেও পাঁচ দফা সময় বাড়িয়ে নির্মাণ কাজ শেষ হলো ২০২৩ সালের অক্টোবরে।
খুলনার ফুলতলা থেকে মোংলা পর্যন্ত ৬৪ কিলোমিটার দীর্ঘ এই রেলপথে রয়েছে রূপসা নদীর ওপর ৫.১৩ কিলোমিটার দৈর্ঘ্যের সেতু, ১০৭টি ছোট-বড় কালভার্ট, ৯টি আন্ডারপাস ও ১১ টি স্টেশন।
মোংলা-খুলনা রেলপথ ঘিরে দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে খুলছে নতুন সম্ভাবনার দুয়ার। রাজধানীসহ সারাদেশের সাথে সহজ হয়ে যাবে মোংলা বন্দরের যোগাযোগ।
বহুল কাঙ্ক্ষিত এই রেলপথ ১ নভেম্বর ভাচুর্য়ালি উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি প্রকল্প পরিদর্শনে এসে রেলমন্ত্রী বলেন, রেলপথ চালু হলে মোংলা বন্দরের সাথে ভারত, ভূটান ও নেপালের ব্যবসা বাণিজ্য প্রসারিত হবে।
পহেলা নভেম্বর একই সাথে শুরু হবে পদ্মা রেল সেতুর উপর দিয়ে খুলনা-ঢাকা ট্রেন চলাচল।খুলনা থেকে ট্রেন ছেড়ে কুষ্টিয়া-রাজবাড়ী-ফরিদপুর-ভাঙ্গা হয়ে ঢাকায় চলবে ট্রেন।