দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে নীতির ধারাবাহিকতা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে বাংলাদেশে টেকসই বিনিয়োগ নিশ্চিত করতে মঙ্গলবার (১৩ মে) একাধিক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এসময় বিনিয়োগকারীদের জন্য নীতি ধারাবাহিকতার পাশাপাশি শ্রম পরিবেশ উন্নয়নে বেশি নজর দেয়ার তাগিদ দিয়েছে রাজনৈতিক দলগুলো। তবে ১৯টি রাজনৈতিক দল অংশ নিলেও বিএনপি অংশ নেয়নি এ বৈঠকে।
দেশি বিদেশি বিনিয়োগ আনতে মরিয়া হয়ে ছুটছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী। বিনিয়োগকারীরা চায় নীতির ধারাবাহিকতা। তাই আগামীতে যে দলই ক্ষমতায় আসুক না কেন, অন্তর্বর্তী সরকারের নেয়া বিনিয়োগবান্ধব নীতিমালাগুলো যেন বহাল থাকে, সেই লক্ষ্যেই ১৯টি রাজনৈতিক দলের সাথে বিডার এই সভা।
গণতান্ত্রিক ব্যবস্থার সময়ই দেশে বেশি বিনিয়োগ হয়েছে। তাই বিনিয়োগের আগে পরিবেশকে গুরুত্ব দেয়ার তাগিদ দেয়া হয় সভায়। এছাড়া সন্ত্রাস ও হয়রানি মুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদও দিয়েছে দলগুলো।
বৈঠকে জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন, সিপিবিসহ ১৯টি রাজনৈতিক দল অংশ নেয়।
দলগুলো জানিয়েছে, এই মুহূর্তে দেশ একটি ট্রানজিশনে আছে। বিনিয়োগ কতটা আসলো তা এখন গুরুত্বপূর্ণ নয় বরং বিনিয়োগের পরিবেশ কতটা নিশ্চিত হলো সেটা বেশি জরুরি।
এসময় জুলাই সনদের মতো একটি ফাইন্যান্সিয়াল চার্টার করারও প্রস্তাব আসে দলগুলোর পক্ষ থেকে।
বৈঠক শেষে রাজনৈতিক দলগুলো মতামত জানালেও সাংবাদিকদের সাথে এ বিষয়ে কথা বলেননি বিডা চেয়ারম্যান।
অন্যদিকে বিএনপির অংশগ্রহণ করার কথা থাকলেও শেষ পর্যন্ত দলটির পক্ষ থেকে কেউ এ বৈঠকে যোগ দেননি।