সেকশন

বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
 

টেকসই বিনিয়োগ নিশ্চিতে ১৯ রাজনৈতিক দলের সঙ্গে বিডার বৈঠক

আপডেট : ১৩ মে ২০২৫, ০৮:০৫ পিএম

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে নীতির ধারাবাহিকতা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে বাংলাদেশে টেকসই বিনিয়োগ নিশ্চিত করতে মঙ্গলবার (১৩ মে) একাধিক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এসময় বিনিয়োগকারীদের জন্য নীতি ধারাবাহিকতার পাশাপাশি শ্রম পরিবেশ উন্নয়নে বেশি নজর দেয়ার তাগিদ দিয়েছে রাজনৈতিক দলগুলো। তবে ১৯টি রাজনৈতিক দল অংশ নিলেও বিএনপি অংশ নেয়নি এ বৈঠকে। 

দেশি বিদেশি বিনিয়োগ আনতে মরিয়া হয়ে ছুটছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী। বিনিয়োগকারীরা চায় নীতির ধারাবাহিকতা। তাই আগামীতে যে দলই ক্ষমতায় আসুক না কেন, অন্তর্বর্তী সরকারের নেয়া বিনিয়োগবান্ধব নীতিমালাগুলো যেন বহাল থাকে, সেই লক্ষ্যেই ১৯টি রাজনৈতিক দলের সাথে বিডার এই সভা।

গণতান্ত্রিক ব্যবস্থার সময়ই দেশে বেশি বিনিয়োগ হয়েছে। তাই বিনিয়োগের আগে পরিবেশকে গুরুত্ব দেয়ার তাগিদ দেয়া হয় সভায়। এছাড়া সন্ত্রাস ও হয়রানি মুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদও দিয়েছে দলগুলো। 

বৈঠকে জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন, সিপিবিসহ ১৯টি রাজনৈতিক দল অংশ নেয়। 

দলগুলো জানিয়েছে, এই মুহূর্তে দেশ একটি ট্রানজিশনে আছে। বিনিয়োগ কতটা আসলো তা এখন গুরুত্বপূর্ণ নয় বরং বিনিয়োগের পরিবেশ কতটা নিশ্চিত হলো সেটা বেশি জরুরি।

এসময় জুলাই সনদের মতো একটি ফাইন্যান্সিয়াল চার্টার করারও প্রস্তাব আসে দলগুলোর পক্ষ থেকে। 

বৈঠক শেষে রাজনৈতিক দলগুলো মতামত জানালেও সাংবাদিকদের সাথে এ বিষয়ে কথা বলেননি বিডা চেয়ারম্যান।

অন্যদিকে বিএনপির অংশগ্রহণ করার কথা থাকলেও শেষ পর্যন্ত দলটির পক্ষ থেকে কেউ এ বৈঠকে যোগ দেননি।

আরবিএস
আলোচিত জুলাই সনদ ঘোষণার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে জুনের প্রথম সপ্তাহে সংস্কার কাজ নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করবে ঐকমত্য কমিশন।
জাতীয় সনদ তৈরিতে রাজনৈতিক দল ও সুশীল সমাজের সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ জানান, যেসব বিষয়ে ঐকমত্য সৃষ্টি করা যাবে না, সেসব বিষয়ও প্রকাশ করা হবে।
রাজনৈতিক দলগুলোকে ঐকমত্য গড়তে নিজেদের মধ্যে আলোচনা করার আহবান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। তিনি বলেছেন, মৌলিক বিষয়ে ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছু ছাড় দিতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি হুশিয়ারি দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরাইলের সঙ্গে যৌথভাবে হামলায় অংশ নিলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। তিনি আরও বলেন,...
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন করেছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএস) সদস্যরা। তাদের মধ্যে তিন জন পুরুষ, সাত নারী ও ১০ শিশু রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ওই নারী-পুরুষ প্রায় ১০ বছর...
শেরপুরে নিখোঁজের ২০ ঘণ্টা পর একটি মৎস্য খামারের পুকুরে ভেসে থাকা অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে শিশু দুটির গায়ের পোশাক এখনও পাওয়া যায়নি। 
সাভারের আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে ছয় জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চার জনকে আশঙ্কাজনকভাবে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।  
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত