ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকা ফিরছে আপন রূপে। কর্মজীবী মানুষেরা ফিরতি যাত্রায় ব্যস্ত সড়ক, নৌ ও আকাশপথ। রাজধানীর কমলাপুরে বিভিন্ন গন্তব্য থেকে প্রায় সব ক’টি ট্রেন স্টেশনে পৌঁছেছে কয়েক ঘণ্টা দেরিতে। টিকিট পেতে সমস্যা না হলেও অতিরিক্ত যাত্রীর চাপে ভোগান্তিতে পড়েছেন ট্রেনের যাত্রীরা। চিরাচরিতভাবেই ট্রেনের বগি ছাড়িয়ে ট্রেনের ছাদে ভ্রমণ করতে দেখা গেছে ঢাকায় ফেরত যাত্রীদের।
সরেজমিনে ঘুরে এবং যারা ছাদে চড়ছেন তাদের সাথে কথা বলে জানা যায়, যেভাবেই হোক ফিরতে হবে রাজধানীতে, তাই তারা উপায়ন্তর না পেয়ে ট্রেনের ছাদে চড়েছেন।
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দেশের বিভিন্ন গন্তব্য থেকে ফিরে আসা ট্রেনের দৃশ্য একই রকম। কানায় কানায় পূর্ণ ট্রেনের ছাদেও হাজার সংখ্যায় মানুষ। যাত্রায় ভোগান্তি হলেও দীর্ঘ ছুটিতে আত্মীয়-স্বজনের সাথে ঈদ করতে পেরে বেশ খুশি রাজধানী ফেরত নগরবাসী।
ঈদ শেষে যখন সবাই রাজধানীতে ফিরছে তখনও রাজধানী থেকে অনেক যাত্রীকে ঢাকা ছাড়তেও দেখা গেছে। তাদের অনেকে ঢাকায় ঈদ করেছেন, এখন রাজধানী ছাড়ছেন।
রেলের ঢাকা জোনের স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম জানান, এবারের ঈদযাত্রায় রেলের শিডিউল বিপর্যয় হয়নি। যাত্রীদের নির্বিঘ্নে ঢাকা ছেড়ে যাওয়া এবং ছুটি শেষে ঢাকায় ফিরে আসার জন্য সর্বাত্মক ব্যবস্থা নিয়েছিলো রেলকর্তৃপক্ষ।