সেকশন

শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
 

‘নির্বাচন পেছালে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংকট তীব্র হবে’

আপডেট : ১৪ জুন ২০২৫, ১০:০৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইতিমধ্যেই ভোটার তালিকা তৈরি, সীমানা নির্ধারণ আর ব্যালট পেপার ছাপার প্রস্তুতির কাজ বেশ এগিয়ে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হাতে আছে আট মাস। একজন বিশ্লেষক বলছেন, ইসির জন্য এই সময় যথেষ্ট তবে সরকারকে সংস্কার-বিচারে গুরুত্ব দিতে হবে। তিনি মনে করেন, প্রতিশ্রুতি ভঙ্গ হলে দেশে রাজনৈতিক সংকটের তৈরি হবে। 

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সময় নিয়ে কালো মেঘ কেটে গেছে বলে মনে করছেন সবাই। নির্বাচন কমিশনও ব্যস্ত সময় পার করছে ভোটার তালিকা হালনাগাদ, আসন পুনর্নির্ধারণ কিংবা আর ব্যালট পেপার ছাপানোর মতো কাজগুলো নিয়ে।

নির্বাচন কমিশনের তথ্য মতে, ৬০ লাখের বেশি নতুন ভোটারের তথ্য ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি তালিকা থেকে বাদ দেয়া হচ্ছে প্রায় ২০ লাখ মৃত ভোটারের নাম। চলতি বছরের ২ মার্চ প্রকাশিত চূড়ান্ত তালিকায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

মোটা দাগে নির্বাচনের বড় প্রস্তুতির মধ্যে আছে, ছবিসহ ভোটার তালিকা তৈরি, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, ভোটকেন্দ্র স্থাপন, ভোটের জন্য প্রয়োজনীয় কেনাকাটা, নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন দেয়ার মতো কাজগুলো। এর মধ্যে বেশ কিছু প্রস্তুতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে শেষ করতে হয়। এ ধরনের প্রস্তুতিমূলক কাজগুলো এগিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান মনে করছেন, নির্বাচনের কাজের পাশাপাশি সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচারকেও সমান গুরুত্ব দিতে হবে। 

যদি নির্বাচন আরও পিছিয়ে যায়, তাহলে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংকট তীব্র হবে বলেও জানান তিনি। সেক্ষেত্রে জনপ্রিয়তার কমবে ড. ইউনুসের নেতৃত্বাধীন সরকারের।

দেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বলেও মত বিশেষজ্ঞদের।

আরবিএস
বিগত সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্যার’ সম্বোধন করার যে নির্দেশনা ছিলো তা বাতিল করেছে উপদেষ্টা পরিষদ। নির্দেশনা থাকায় অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের মধ্যেও ‘স্যার’ সম্বোধন...
অন্তর্বর্তী সরকার গঠনের পর চীনের সঙ্গে কুটনৈতিক ও ব্যবসায়ী সম্পর্ক জোরদার করেছে সরকার। চীনা বিনিয়োগের গতিও বাড়ছে দিন দিন। তারই ধারবাহিকতায় সাত মাসে ৪০ কোটি ডলারের চীনা বিনিয়োগ পেয়েছে বাংলাদেশ।
সংস্কারসহ সব প্রস্তুতি শেষ হলে আগামী রোজার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি জানাতে সাংবাদিক সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
কুমিল্লায় একটি আঞ্চলিক সড়কের পাশ থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বিজিবি জানিয়েছে, একদল গরু চোরাকারবারিকে বাধা দিলে তার ইট-পাটকেল ছোড়ে। এতে বিএসএফ প্রথম সাউন্ড গ্রেনেড ও পরে...
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে লালচাঁদ সোহাগ নামে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে আরও কিছু বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। তবে কয়েকটি বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে। নিজেদের মধ‍্যে আন্তঃমন্ত্রণালয় আলোচনা চালু থাকবে বলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত