রাজধানীর মগবাজারের পেয়ারাবাগে রেললাইনে মোবাইলে কথা বলতে বলতে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু।
মঙ্গলবার (৮ মার্চ) সকাল পৌনে ছয়টায় মগবাজার পেয়ারাবাগ সিগন্যাল রেললাইনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ওই যুবকের নাম মো. রবিন(২০)।
ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক এএসআই আনোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে রেললাইন দিয়ে কানে হেডফোন দিয়ে কথা বলার সময় বা গান শুনতে শুনতে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে সকাল পৌনে নয়টায় সেখান থেকে তার মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে গ্যাস সিলিন্ডার লিক হয়ে অগ্নিদগ্ধ তিনজন
তিনি আরো জানান, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এন আই ডি কার্ড থেকে জানা যায় নিহত যুবকের নাম মো. রবিন (২০)। তার পিতা মো. সাইবালী, মাতা: রহিমা খাতুন। বাড়ি জামালপুর সদরের নল কুড়িগ্রামে।
একাত্তর/আরএ