রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (৬ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে মারা যাওয়া ১৫ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৫ জন। এছাড়া ৮ জন করোনা উপসর্গ নিয়ে ও ২ জন করোনা নেগেটিভ হবার পর শারিরীক জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এদিন মৃতদের মধ্যে রাজশাহীর ৮ জন, নাটোর ও পাবনার ২ জন করে এবং চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও কুষ্টিয়ার একজন করে রোগী রয়েছেন। মৃতদের মধ্যে ৭ জন পুরুষ ও ৮ জন নারী রয়েছেন।
আরও পড়ুন: ময়মনসিংহে একদিনে করোনায় মৃত্যুর রেকর্ড
এনিয়ে রামেক হাসপাতালের করোনা ইউনিটে চলতি আগস্ট মাসে মোট ৯৮ জনের মৃত্যু হলো।
হাসপাতালের পরিচালক আরও জানান, ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৭ জন। এনিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী সংখ্যা এখন ৪০৩ জন।
এছাড়া ২৪ ঘণ্টায় রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে ৫২৯টি নমুনা পরীক্ষায় ১২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় জেলায় শনাক্তের হার ২৩ দশমিক ৮১ শতাংশ।
একাত্তর/আরএইচ