অচিরেই নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট শিডিউল বা সময়সূচি ঘোষণার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে তিনি এ আহ্বান জানান।
সাইফুল হক বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসির ক্ষমতা বাড়াতে হবে। এসময় ৩১টি প্রস্তাবনা কমিশনের কাছে উত্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, নির্বাচনে মানুষের আস্থা ফিরিয়ে আনা কমিশনের প্রধান দায়িত্ব। নির্বাচন কমিশন বিগত সরকারের সময় সাংবিধানিক দায়িত্বের পরিবর্তে সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করেছিলো। এর সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে উল্লেখ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কালোটাকা ও পেশিশক্তি মুক্ত করতে হবে। যাতে সত্যিকার নেতাকর্মীরা নির্বাচনে অংশ নিতে পারে। সংসদ যাতে আগের মতো বিত্তবানদের ক্লাবে পরিণত না হয়।
তিনি আরও বলেন, একতরফা আচরণবিধি চূড়ান্ত না করে রাজনৈতিক দলের সাথে মতামত নিয়ে করা উচিত। নির্বাচনী ব্যবস্থায় জনবল বাড়াতে হবে। আমরা বিশ্বাস করি অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা করবে।
ইসিকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে বলেও তিনি মন্তব্য করেন।