সেকশন

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
 

নির্বাচনের সুনির্দিষ্ট শিডিউল চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৪:২৬ পিএম

অচিরেই নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট শিডিউল বা সময়সূচি ঘোষণার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।   

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে তিনি এ আহ্বান জানান।

সাইফুল হক বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসির ক্ষমতা বাড়াতে হবে। এসময় ৩১টি প্রস্তাবনা কমিশনের কাছে উত্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। 

তিনি বলেন, নির্বাচনে মানুষের আস্থা ফিরিয়ে আনা কমিশনের প্রধান দায়িত্ব। নির্বাচন কমিশন বিগত সরকারের সময় সাংবিধানিক দায়িত্বের পরিবর্তে সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করেছিলো। এর সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। 

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে উল্লেখ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কালোটাকা ও পেশিশক্তি মুক্ত করতে হবে। যাতে সত্যিকার নেতাকর্মীরা নির্বাচনে অংশ নিতে পারে। সংসদ যাতে আগের মতো বিত্তবানদের ক্লাবে পরিণত না হয়। 

তিনি আরও বলেন, একতরফা আচরণবিধি চূড়ান্ত না করে রাজনৈতিক দলের সাথে মতামত নিয়ে করা উচিত। নির্বাচনী ব্যবস্থায় জনবল বাড়াতে হবে। আমরা বিশ্বাস করি অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা করবে।

ইসিকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে বলেও তিনি মন্তব্য করেন। 

আরবিএস
অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী হাসানকে সভাপতি ও অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ রাজিবুল হাসানকে সাধারণ সম্পাদক করে ২৮ সদস্যদের আংশিক কমিটি ঘোষণার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল...
জনগণের যে প্রত্যাশা ছিলো রোজার আগে নির্বাচনের সেটা পূরণ হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 
মানুষ না খেয়ে থাকতে রাজি, ভোট না দিয়ে থাকবে না। গুণগত পরিবর্তন আনতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। 
অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত নির্বাচনের নির্ধারিত সময়ের মধ্যেই বিচার ও সংস্কার বাস্তবায়ন করা সম্ভব, তবে সরকার ধীর গতিতে কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ...
মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল ও ইরানের মধ্যে অব্যাহত গুলিবর্ষণের ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন প্রেসিডেন্ট ডোলাল্ড ট্রাম্প। খবর দ্য ওয়াল স্ট্রিট জার্নালের। 
চাঁদপুরে সম্পত্তি নিয়ে বিরোধে এক মাদ্রাসা ছাত্রকে হত্যায় দুই জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আরও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন প্রক্রিয়ায় আরো এক ধাপ এগিয়েছে বলে মন্তব্য করেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
গাইবান্ধায় মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়াসহ বিভিন্ন ভাতাভোগীদের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এসময় নগদ ১১ লাখ টাকা,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত