সেকশন

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
 

খালেদা জিয়ার ফেরা: নিরাপত্তায় কোনো ঘাটতি ছিলো না 

আপডেট : ০৬ মে ২০২৫, ০৫:৪৬ পিএম

বিমানবন্দর থেকে গুলশান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দেশে ফেরার নিরাপত্তায় কোনো ঘাটতি রাখেনি আইনশৃঙ্খলা বাহিনী। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত নিরাপত্তায় নিয়োজিত ছিলো সেনাবাহিনী পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর তিন হাজার সদস্য। 

দলের পক্ষ থেকে যানজটের ভোগান্তি এড়াতে ছিলো কড়া নির্দেশনা। তবে শেষ পর্যন্ত নেতা কর্মীদের বাঁধা ভাঙা ঢল আর নিয়ন্ত্রণে রাখা যায়নি। দলের নেতা কর্মীরা বলছেন, বেগম খালেদা জিয়ার জন্য মানুষের যে ভালোবাসা এই উচ্ছ্বাস সেই প্রমাণই দিয়েছে। 

চারমাসের চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সাথে দুই পুত্রবধূ। একদিকে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ও নিরাপত্তা। অপরদিকে কর্মব্যস্ত দিনে যানজটের সাথে সময়মতো এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াত। 

সব মিলে গুরুত্বপূর্ণ দিনটির সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাটা ছিলো আইনশৃঙ্খলা বাহিনীর জন্য কঠিন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় সেনা নৌ বিমান বাহিনী পুলিশ র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর তিন হাজার সদস্য নিয়োজিত ছিলো বেগম খালেদা জিয়ার নিরাপত্তায়। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত প্রতিটি পয়েন্টে ছিলো সেনা ও পুলিশের সরব উপস্থিতি। 

পুরো পথে খালেদা জিয়ার গাড়ি বহর ঘিরে ছিলো সেনাবাহিনী পুলিশসহ তার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী। দলের নেতাকর্মীরা বলছেন, দলীয় প্রধানের নিরাপত্তা আয়োজনে তারা সন্তুষ্ট । যানজট পরিস্থিতি সামাল দিতে ভোর থেকেই পুলিশের পাশাপাশি ছিলো সেনা সদস্যদের তৎপরতা। 

নেতাকর্মীদের ভিড় আর যানজট সামলাতে পুলিশকে নিতে হয় বাড়তি ব্যবস্থা। ডিএমপির উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মহিদুল ইসলাম জানান, বিএনপি চেয়ারপার্সনের নিরাপত্তায় কোনো ঘাটতি রাখা হয়নি।

পরিস্থিতি বিবেচনা করে দিনের প্রথম ভাগে এক্সপ্রেসওয়েতে মটর সাইকেল ও সিএনজি চলাচলের অনুমতি দেয় মেট্রোপলিটন পুলিশ। নানা ব্যবস্থার পরও বিমানবন্দর থেকে খালেদা জিয়ার গাড়ি বহর রওনা হলে ঘিরে ধরে নেতাকর্মীরা। এতে পুরো সড়কের বন্ধ হয়ে যায় যান চলাচল। তৈরি হয় তীব্র যানজট। 

বিমান বন্দর থেকে গুলশান পর্যন্ত পথটি পাড়ি দিয়ে গুলশানের বাসভবনে পৌঁছতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের সময় লাগে দুই ঘণ্টা। 

এআরএস
স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যাবেন  বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংস্কার করার মধ্য দিয়ে নতুন গন্তব্যে পৌঁছাতে চায় বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। 
লন্ডনের বৈঠক জাতির জন্য ইতিবাচক, এটিকে প্রশ্নবিদ্ধ করে সামনের চলার পথে বিঘ্ন সৃষ্টি করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের মধ্যে রিজিওনাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা।
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার ৫৫৮ জন। বুধবার (১৮ জুন) রাত ১০টার দিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। 
জাপান সরকার ও অন্যান্য বেসরকারি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান কর্তৃক কয়লা ও এলএনজি প্রকল্পগুলোতে বিনিয়োগ বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উদীচী সংক্রান্ত খবরে উদ্বেগ জানিয়েছেন উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত