জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৈঠকে এরইমধ্যে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের নেতৃত্বে ঐকমত্য কমিশনে এসে যোগ দিয়েছেন জামায়াতের ১১ সদস্যের প্রতিনিধি দল।
রোববার (১৮ মে) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৈঠকটি শুরু হয়।
শনিবার (১৭ মে) বিকেলে জাতীয় ঐকমত্য কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও আজকের বৈঠকের বিষয়ে জানানো হয়েছিলো।
সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলের সঙ্গে পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে প্রথম পর্যায়ের আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।