বিদেশে নির্বাচন নিয়ে বৈঠক গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক শেষ শুক্রবার (১৩ জুন) এক সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেন।
এনসিপির এই নেতা বলেন, নির্বাচন কবে হবে তা একটি রাজনৈতিক দলের সাথে বিদেশে হোটেলে বসে সিদ্ধান্ত নয় বরং দেশে এসে সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জনগণকে সাথে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
তিনি বলেন, নির্বাচন রোজার আগে বা পরে হওয়া নিয়ে এনসিপির পক্ষ হতে কোনো অভিযোগ নেই। তবে তার আগে বিচার, সংস্কার এবং জুলাই ঘোষণাপত্রের সাদৃশ্য বাস্তবায়ন করতে হবে, তা না হলে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করা হবে।