গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে অর্জিত প্রাইজমানির সব টাকা লঙ্কান শিশুদের দিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটদল।
ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, সফর থেকে পাওয়া ৩০ হাজার মার্কিন ডলার দেওয়া হবে তাদের পক্ষ থেকে। যা বাংলাদেশি মুদ্রায় ২৮ লাখ টাকা আর শ্রীলঙ্কান মুদ্রায় ১ কোটি ৭ লাখ রুপির সমপরিমাণ। চলতি বছরের মাঝামাঝিতে শ্রীলঙ্কায় সফরকালে অস্ট্রেলিয়া দেখেছে লঙ্কানদের জ্বালানির হাহাকার, রাজনৈতিক অস্থিরতা। এরপরই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি, আর বিশাল জ্বালানি সংকট শ্রীলঙ্কার জনজীবনকে রীতিমতো বিপর্যয়ের মুখেই ফেলে দিয়েছে। এরপর দীর্ঘ আন্দোলনের ফলে দেশটির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। জাতিসংঘ একে মানবিক সংকট হিসেবে ঘোষণা দিয়েছে।
এমন সব ঘটনা যখন ঘটছে, তখন শ্রীলঙ্কায় সফর করছে অস্ট্রেলিয়া। আর তাই এই সংকট খুব কাছে থেকেই দেখেছেন কামিন্সরা। অজি অধিনায়কের ভাষ্য, ‘শ্রীলঙ্কানদের দৈনিক জীবনপ্রবাহে এর প্রভাবটা বেশ স্পষ্টভাবে দেখেছিলাম আমরা।’ সে কারণেই অস্ট্রেলিয়া দল এই সিদ্ধান্ত নিয়েছে এবার।
এই অর্থ প্রথমে যাবে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফে। সেখান থেকে এই অর্থ শ্রীলঙ্কান শিশুদের পেছনে ব্যয় করা হবে বলে জানানো হয়েছে।
একাত্তর/এসএ