বেন শেল্টনকে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে নোভাক জকোভিচ। এই আমেরিকানকে সরাসরি সেটে হারিয়ে ২৪ তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেছেন জকোভিচ। জোকোভিচ ম্যাচটি জেতেন ৬-৩, ৬-২, ৭-৬ (৭-৪) গেমে।
ম্যাচের শুরু থেকেই নিজের আধিপত্য দেখিয়ে খেলতে থাকেন নোভাক জকোভিচ। শেল্টনকে কোন রকম সুযোগ না দিয়ে ৬-৩ গেমে জিতে নেন প্রথম সেট। দ্বিতীয় সেটের দৃশ্যপটও একই। নোভাকের কাছে পাত্তাই পায়নি শেল্টন। ৬-২ গেমে জিতে জয়টা আরও সহজ করে তোলেন এই সার্বিয়ান তারকা।
প্রথমে মনে হয়েছিলো সহজেই ম্যাচে জয় পাবেন জোকোভিচ। তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান শেলটন। খেলা চলে যায় টাইব্রেকারে। তবে টাইব্রেকারে তৃতীয় সেটও জিতে নেন নোভাক।
এই জয়ে ইউএস ওপেনে দশমবারের মত ফাইনাল খেলবেন জকোভিচ।