ইউএস ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন বেলারুশের আরিনা সাবালেঙ্কা এবং যুক্তরাষ্ট্রের কোকো গাফ। শুক্রবার সেমিফাইনালে চেক রিপাবলিকের ক্যারোলিনা মুচোভাকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে কোকো। অন্য আরেক সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিজকে হারিয়েছেন সাবালেঙ্কা।
সেমিফাইনালে তেমন কষ্ট করতে হয়নি ১৯ বছর বয়সী কোকোকে। ফরাসি ওপেনের ফাইনালিস্ট ক্যারোলিন মুচোভাকে হারিয়েছেন ৬-৪, ৭-৫ সেটে।
অন্য সেমিতে আর্থার অ্যাশ স্টেডিয়ামে ম্যাডিসন কিজকে ৬-০, ৬-৭ (১-৭), ৬-৭ (৫-১০) গেমে হারিয়েছেন বেলারুশের টেনিস-কন্যা সাবালেঙ্কা।
রোববার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবেন কোকো এবং সাবালেঙ্কা। ২০১৯ সালে ইউএস ওপেন দিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম জিতেছিলেন সাবালেঙ্কা। এবার তার সামনে সুযোগ তিন নম্বর ট্রফি হাতে নেওয়ার। আর কোনো সামনে প্রথম ট্রফির হাতছানি।