সেকশন

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
 

শিলংয়ে আমরা জিততেই এসেছি: জামাল ভূঁইয়া

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৮:১২ পিএম

ভারতের বিপক্ষে বাংলাদেশ ফুটবল দল জয়ের জন্য মুখিয়ে আছে এবং জয় ছাড়া আর কিছুই ভাবছে না বলে জানিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। শিলংয়ে মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মেঘালয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। 

ম্যাচের আগের দিন, সোমবার সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী কণ্ঠে নিজের লক্ষ্যের কথা বলেছেন জামাল। তিনি বলেন, দল ভারতের বিপক্ষে জিততে চায়। সব ম্যাচেই চাপ থাকে। তবে এই ম্যাচকে একটি বেশি গুরুত্বের সঙ্গে দিচ্ছে সবাই। কারণ প্রতিপক্ষ ভারত।ভারতের বিপক্ষে বরাবরই লড়াই করেছে বাংলাদেশ। 

ইতিহাসে এগিয়ে থাকলেও ভারতীয় দলকে এবার চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত জামাল-তপুরা। ইংলিশ ফুটবল মাতানো হামজা চৌধুরীকে ঘিরে তৈরি হয়েছে নতুন আশা। ভারতের কোচ মানাকো মারকেজও হামজাকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছেন বলে জানা গেছে।

জামাল ভূঁইয়া আগে কলকাতায় মোহামেডানের হয়ে লিগ খেলেছেন। তারও আগে কলকাতাতেই বিশ্বকাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে অধিনায়কত্ব করেছেন। লাল-সবুজ দলে এবার খেলছেন হামজা চৌধুরী। সব কিছু মিলে যেন বাংলাদেশ-ভারত ম্যাচ অন্যরকম উত্তেজনায় গিয়ে ঠেকেছে।

শিলংয়ের ভিনান্তা হলে সংবাদ সম্মেলনে জামাল বলেন, যখন আপনি আপনার বড় ভাইয়ের বিপক্ষে খেলতে যান, তখন সবসময় জিততে চান। তাই নয়কি? আমরা কিন্তু তাই করতে চাই। ভারতের বিপক্ষে সবসময় চাপ থাকে। তবে এবার যেন অন্যরকম ম্যাচ হতে যাচ্ছে। একটু অন্যরকম। গত এক বছর কী হয়ে আসছে তা আপনারা দেখে আসছেন। আমরা চাপ অনুভব করছি। তবে আমরা ভালো অবস্থানে আছি।

জামাল ভূঁইয়া বাংলাদেশের হয়ে আগে তিনবার ভারতের মুখোমুখি হয়েছিলেন। তিনবারের মধ্যে দুবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ড্র হয়েছে। একবার দুই গোলে হেরেছে বাংলাদেশ। তবে দুই দলের ম্যাচ মানে যে বাড়তি উত্তেজনা, সেটা টের পাওয়া গেছে এই সময়ে।

তিনি বলেন, র‌্যাঙ্কিংয়ের চিন্তা করছি না আমরা। ফোকাস শুধু ম্যাচ জেতার দিকে। আমি বলবো এই স্কোয়াড শক্তিশালী। হামজা আসছে, যা আমাদের জন্য বড় উজ্জীবনী খবর। আমি চাই, সবাই চাই- সেরাটা দিয়ে ম্যাচ জিততে। প্রতিপক্ষ শক্তিশালী। ম্যাচে দৃষ্টি রাখতে চাই, দর্শকদের দিকে নয়। এটা সব ম্যাচে হয়ে থাকে।

বাংলাদেশের অধিনায়ক আরও বলেন, আমি মনে করি না দু’দেশের খেলোয়াড়দের মধ্যে বড় পার্থক্য আছে। আমি মনে করি আমরা দল হয়ে খেলতে চাই, জিততে চাই। ড্র হলে ওকে। আমাদের প্রত্যেক খেলোয়াড়কে বললে কিংবা জিজ্ঞেস করলে দেখবেন সবাই এক উত্তর দিবে... আমরা এখানে জিততে এসেছি।

এআরএস
এলেন-দেখলেন-জয় করলেন! মাটি ও মানুষের গন্ধে এসেছিলেন বাংলাদেশে। সঙ্গে এনেছিলেন ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠা স্ত্রী অলিভিয়া চৌধুরীকেও।
ব্রাজিলের কোচ বানাতে আবারো কার্লো আনচেলত্তির সাথে আলোচনা শুরু করেছে দেশটার ফুটবল ফেডারেশন। রিয়াল মাদ্রিদ নাকি ব্রাজিল কাকে বেছে নেবে আনচেলত্তি।
প্রথম মিনিটেই বাংলাদেশ যে সুযোগটা পেলো, তাতে ভারতীয় গোল কিপার গোল পোস্ট থেকে ছিলেন অনেকটা দূরে। তবে গোলমুখে সেই শট লক্ষ্যভ্রস্ট হয় রনির। এরপর আরও কয়েকবার আগে সুযোগ। কিন্তু এর কোনোটাই কাজে লাগানো...
সময় ঘনিয়ে আসছে। অপেক্ষা একটি ভোরের। এরপরই বাংলাদেশ-ভারতের ফুটবল মহারণ। ম্যাচটি ঘিরে উন্মাদনার কমতি নেই সমর্থকদের মধ্যে। দক্ষিণ এশিয়ার ফুটবলে সবচেয়ে ডার্বি এই ম্যাচ; তাই উত্তেজার পারদ তুঙ্গে। এমন...
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও এ পরিস্থিতিতে 'যে কোনো পদক্ষেপের জন্য' মোদী সরকারের প্রতি পূর্ণ...
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অপহৃত পাঁচ শিক্ষার্থী মুক্ত হয়েছেন বলে দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। তবে পারস্পরিক পরামর্শের মাধ্যমে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে বলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত