এশিয়া কাপে অঘোষিত সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। সুপার ফোরে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে টুর্নামেন্টের দুই আয়োজক দেশ। এই ম্যাচের জয়ী দল ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে।
বৃহস্পতিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকাল সাড়ে ৩টায়।
দুই ম্যাচে একটি করে জয় নিয়ে লংকানরা আছে টেবিলের দুইয়ে, পাকিস্তান তিনে। এই ম্যাচেও রয়েছে বৃষ্টি হানা দেয়ার প্রবল সম্ভাবনা। ম্যাচ পরিত্যক্ত হলে রান রেটে এগিয়ে থাকায় লংকানরা উঠবে ফাইনালে।
ইনজুরিতে ছিটকে গেছেন পাকিস্তানের পেসার হারিস রউফ ও নাসিম শাহ। পাকিস্তান শ্রীলঙ্কাকে হারালে ফাইনালে ভারত-পাকিস্তান মহারণ উপভোগ করতে পারবে ক্রিকেট বিশ্ব।
বর্তমানে শ্রীলংকার রানরেট (-০.২০০) আর পাকিস্তানের (-১.৮৯২)। সুপার ফোরের আরেক দল বাংলাদেশ এরই মধ্যে এশিয়া কাপ থেকে ছিটকে গেছে। আগামী ১৭ সেপ্টেম্বর হবে এশিয়া কাপের ফাইনাল।