সেকশন

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
 

সাকিব-মুস্তাফিজ ছাড়াই জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১১:০২ পিএম

সাকিব-মুস্তাফিজকে ছাড়াই চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচের জন্য দল দিয়েছে বিসিবি। ১৫ সদস্যের স্কোয়াডে ১৮ মাস যুক্ত হয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ফিরেছেন আফিফ হোসেন, পারভেজ হোসেন ও তানভীর ইসলামও।

টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। এদিকে ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় স্কোয়াডে রাখা হয়নি ওপেনার সৌম্য সরকারকে।

আগেই জানা ছিলো জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই/তিনটা টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন না সাকিব আল হাসান। তাকে ছাড়াই ১৭ জনের প্রাথমিক দল ঘোষণা করেছিলো বিসিবি। চট্টগ্রামে তিন দিনের বিশেষ ক্যাম্প শেষে প্রথম তিন ম্যাচের দল দিয়েছে লিপু-রাজ্জাকদের নির্বাচক প্যানেল। সাকিবের না থাকার কারণ স্পষ্ট করেছেন বিসিবি সিলেক্টর হান্নান সরকার।

সাকিবের মতো দলের আরেক তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানেরও সার্ভিস পাচ্ছে না শান্তরা। কারণ আগেই অনুমান করা ছিল। ওয়ার্কলোড এড়াতে আইপিএল থেকে ফিরে বিশ্রামে থাকবেন কাস্টার মাস্টার।

১৫ জনের দলে বিসিবি রেখেছে বিশেষ চমক। চোট থেকে সেরে প্রায় ১৮ মাস পর জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। সেই সঙ্গে দলে ফেরানো হয়েছে আফিফ হোসেনকেও।

এদিকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেলেন গেলো বিপিএলে দুরন্ত পারফর্ম করা ওপেনার তানজিদ হাসান তামিম। অন্যদিকে ডিপিএলে ধারাবাহিক রান করায় সুযোগ মিলেছে পারভেজ হোসেন ইমনেরও। ১৭ জনের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন পেসার হাসান মাহমুদ।

অন্যদিকে চমক রাখা স্কোয়াডে নেই ওপেনার সৌম্য সরকার। পুরোপুরি ফিট না থাকায় তাকে নিয়ে রিস্ক নিতে চায়না দল।

পহেলা মে বিশ্বকাপের দল ঘোষণা করতে হবে বিসিবিকে। ১৫ জনের এই স্কোয়াডের ৯০ ভাগ ক্রিকেটারই থাকছেন বিশ্বকাপের দলে তা এখন অনেকটাই নিশ্চিত। আগামী ৩ মে সাগরিকায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে টাইগাররা।

একাত্তর/আরএ
চ্যাম্পিয়ন্স ট্রাফিতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে গেলেও হৃদয়ে দুর্দান্ত লড়াইটা গেঁথে গেছে দর্শক মনে। দলের গভীর বিপর্যয়ের মুখে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে প্রশংসার পঞ্চমমুখ ভক্তরা, সেই সঙ্গে...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র সংশোধনের জন্য গঠিত পাঁচ সদস্যের কমিটি স্থগিত করা হয়েছে। মূলত গঠনতন্ত্র সংশোধনের খসড়া নিয়ে ঢাকার ক্লাবগুলোর আপত্তির মুখেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। 
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হবার পরপরই ফেব্রুয়ারিতে নারীদের বিপিএল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৫ সালের ১২ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে ছোটদের এই বিশ্বকাপ।
বঙ্গোপসাগরে জেলের জালে ৩৪ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছে। পরে পাইকারি বাজারে মাছটি বিক্রি হয়েছে সাড়ে তিন লাখ টাকায়।
দুর্নীতি ও অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে দলীয় পদ বা নির্বাচনে মনোনয়ন না দেওয়াসহ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ‘আশু বাস্তবায়নযোগ্য’ ৯টি সুপারিশের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব চেয়েছে...
জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম 'এনসিপি' নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি)।
বাংলাদেশের সংস্কৃতি অঙ্গণের অগ্রণী ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ ও ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সন্‌জীদা খাতুন (৯২) মারা গেছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত