সাকিব-মুস্তাফিজকে ছাড়াই চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচের জন্য দল দিয়েছে বিসিবি। ১৫ সদস্যের স্কোয়াডে ১৮ মাস যুক্ত হয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ফিরেছেন আফিফ হোসেন, পারভেজ হোসেন ও তানভীর ইসলামও।
টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। এদিকে ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় স্কোয়াডে রাখা হয়নি ওপেনার সৌম্য সরকারকে।
আগেই জানা ছিলো জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই/তিনটা টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন না সাকিব আল হাসান। তাকে ছাড়াই ১৭ জনের প্রাথমিক দল ঘোষণা করেছিলো বিসিবি। চট্টগ্রামে তিন দিনের বিশেষ ক্যাম্প শেষে প্রথম তিন ম্যাচের দল দিয়েছে লিপু-রাজ্জাকদের নির্বাচক প্যানেল। সাকিবের না থাকার কারণ স্পষ্ট করেছেন বিসিবি সিলেক্টর হান্নান সরকার।
সাকিবের মতো দলের আরেক তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানেরও সার্ভিস পাচ্ছে না শান্তরা। কারণ আগেই অনুমান করা ছিল। ওয়ার্কলোড এড়াতে আইপিএল থেকে ফিরে বিশ্রামে থাকবেন কাস্টার মাস্টার।
১৫ জনের দলে বিসিবি রেখেছে বিশেষ চমক। চোট থেকে সেরে প্রায় ১৮ মাস পর জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। সেই সঙ্গে দলে ফেরানো হয়েছে আফিফ হোসেনকেও।
এদিকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেলেন গেলো বিপিএলে দুরন্ত পারফর্ম করা ওপেনার তানজিদ হাসান তামিম। অন্যদিকে ডিপিএলে ধারাবাহিক রান করায় সুযোগ মিলেছে পারভেজ হোসেন ইমনেরও। ১৭ জনের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন পেসার হাসান মাহমুদ।
অন্যদিকে চমক রাখা স্কোয়াডে নেই ওপেনার সৌম্য সরকার। পুরোপুরি ফিট না থাকায় তাকে নিয়ে রিস্ক নিতে চায়না দল।
পহেলা মে বিশ্বকাপের দল ঘোষণা করতে হবে বিসিবিকে। ১৫ জনের এই স্কোয়াডের ৯০ ভাগ ক্রিকেটারই থাকছেন বিশ্বকাপের দলে তা এখন অনেকটাই নিশ্চিত। আগামী ৩ মে সাগরিকায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে টাইগাররা।