সেকশন

বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
 

ফারুকের অপসারণ কেন অবৈধ নয়: হাইকোর্ট

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৮:০৪ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে ফারুক আহমেদকে অপসারণের সিদ্ধান্ত কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। রুলে আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির পরিচালক মনোনীত করা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছে আদালত।

চার সপ্তাহের মধ্যে যুব ও ক্রীড়া সচিব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে নয়া সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বিসিবির কার্যক্রম চালিয়ে নেওয়ার আদেশও দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৩ জুন) এ সংক্রান্ত বিষয়ে বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

মঙ্গলবার (৩ জুন) এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের দ্বৈত বেঞ্চ এসব আদেশ দেন।

রুল জারির পর বিসিবির আইনজীবী নাসির উদ্দিন আহমেদ অসীম আদালতে বলেন, বর্তমান যে বোর্ড, তারা যেন দায়িত্ব চালিয়ে যেতে পারেন, সেই মর্মে আদালতের আদেশ প্রয়োজন। নইলে দেশের ক্রিকেটের ক্ষতি হবে। এরপরই হাইকোর্ট আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ডকে দায়িত্ব চালিয়ে যাওয়ার আদেশ দেন।

গত এক জুন বিসিবির সভাপতির পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে নতুন বিসিবি সভাপতি হিসেবে নিয়োগের বৈধতাও চ্যালেঞ্জ করা হয়। যুব ও ক্রীড়া সচিব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ পাঁচ জনকে রিটে বিবাদি করা হয়েছে।

একাত্তর/এসি
শ্রীলঙ্কা যখন ২৪৫ রানের টার্গেট ছুড়ে দিলো, তখন মনে হচ্ছিলো রোমঞ্চকর হতে যাচ্ছে লংকা-বাংলা প্রথম ওয়ানডে। কিন্তু মোটামুটি ভালো শুরু পর যা হলো, তা ছিলো এক কথায় অবিশ্বাস্য!
আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির পরিচালক মনোনীত করার বৈধতা নিয়ে রিট করেছেন মনোনয়ন বাতিল হওয়া ফারুক আহমেদ। রিটে, গত ২৯ মে ও ৩০ মের সিদ্ধান্ত কেন আইনি কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগামী নির্বাচন পর্যন্ত দায়িত্ব নেওয়া বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলছেন, টেস্ট পাঁচ দিনের খেলা, ওয়ানডে হয় সাত ঘণ্টা। আমি একটা টি-টোয়েন্টি ইনিংস খেলতে চাই।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত তিনিই হলেন বিসিবির নতুন সভাপতি। বিসিবির পরবর্তী নির্বাচন পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে চট্টগ্রাম নগরীর নিচু এলাকায়। এতে ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ মানুষ। 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বুধবার হোয়াইট হাউসে বৈঠকে বসতে যাচ্ছেন আফ্রিকার পাঁচ দেশের প্রেসিডেন্ট।
বিভিন্ন সংবাদমাধ্যমে খবর পেয়ে পাহাড়ের ‘গোল্ডেন গার্ল’ ফুটবলার ঋতুপর্ণার অসুস্থ মায়ের খোঁজ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত এই নারীর পাশে...
আমেরিকার প্রেসিডেন্ট ক্রেমলিনের ওপর অসন্তোষ প্রকাশ করার পর, ইউক্রেনজুড়ে সাত শতাধিক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত