সেকশন

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
 

হামজাকে বরণে হবিগঞ্জের স্নানঘাটে উৎসবের আমেজ

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৯:৫৬ পিএম

সব জল্পনা কল্পনা শেষে দেশের পথে উড়োজাহাজে চেপেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। তাকে বরণ করে নিতে প্রস্তুত হবিগঞ্জবাসী। স্নানঘাটে তার গ্রামের বাড়িতে চলছে শেষ মুহূর্তের আয়োজন৷স্ত্রী, সন্তানসহ মোট ৯ জন আসছেন হামজার সঙ্গে৷ তাদের আপ্যায়ন ও নিরাপত্তার বিষয়ে কোনো আপোষ নয়, বলছেন বাফুফে কর্তা থেকে আইন-শৃঙ্খলা বাহিনী৷ 

হবিগঞ্জের বাহুবল উপজেলা৷ সরু রাস্তা ধরে আগাতে একটু পর পরই দেখা মেলে সাজসজ্জিত তোরণ৷ ব্যানার, ফেস্টুনে বড় করে লেখা ‘ওয়েলকাম হোম দেওয়ান হামজা চৌধুরী’৷ তার আগমনকে ঘিরে নিজ গ্রাম হবিগঞ্জের বাহুবলের স্নানঘাট গ্রামে বিরাজ করছে উৎসবের এমনই আমেজ। নিজ এলাকার কৃতি সন্তানকে বরণ করতে নানা উদ্যোগ নিয়েছেন গ্রামবাসী। বিমান টিকিট ও নিরাপত্তাসহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করছে বাফুফে।

ফলে আর নয় স্বপ্ন। বাংলাদেশের জার্সিতে হামজার খেলা এখন মাত্র কয়েক দিনের অপেক্ষা। লাল-সবুজের হয়ে মাঠে নামতে সুদূর যুক্তরাজ্য থেকে চৌধুরী সাহেব আসছেন বাংলাদেশে৷ তবে ঢাকায় নয়, প্রথমে পা ফেলবেন তার শেকড় হবিগঞ্জে৷ সোমবার লন্ডন থেকে বাংলাদেশ বিমানে সিলেটে পৌঁছানোর কথা রয়েছে হামজা চৌধুরীর। সঙ্গে থাকছেন মা, স্ত্রী অলিভিয়া চৌধুরী ও সন্তান।

সিলেট থেকে প্রথমে হামজা যাবেন হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে নিজ বাড়িতে। ক্লাব ফুটবলে এক সময় প্রিমিয়ার লীগ জয়ী লেস্টার সিটিতে খেলা হামজা এখন শেফিল্ড ইউনাইটেডের হয়ে মাঠ কাঁপাচ্ছেন। তার আগমন উপলক্ষে গ্রামের বাড়িতে উৎসবের আমেজ। নেওয়া হয়েছে নানা আয়োজনের প্রস্তুতি। সোমবার বিকালে গ্রামবাসীর পক্ষ থেকে দেওয়া হবে সংবর্ধনা।

নেয়া হচ্ছে শেষ মুহুর্তের প্রস্তুতি৷ বাড়ির সামনে হামজা চৌধুরীর সঙ্গে স্ত্রী অলিভিয়া ও সন্তানদের ছবি৷ প্রথমবার মতো বউ আসছেন শ্বশুরবাড়ি, সেই সঙ্গে লাল-সবুজের জার্সিতে হামজার অভিষেক৷ দুইয়ের মিশেলে উৎসবের নগরীতে পরিণত হয়েছে যেন স্নানঘাট৷ 

হামজা চৌধুরীর বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরী জানান, দেশের প্রতি ভালোবাসা থেকেই লাল-সবুজের জার্সি গায়ে জড়াচ্ছেন হামজা। তার মতো বাংলাদেশি বংশোদ্ভূত বাকি খেলোয়াড়রা দেশে ফিরলে আগামী ২০৩০ বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ। দেশের ক্রিড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার দাবি হামজার বাবার। 

তিনি জানান, সোমবার বাড়িতে আসার পর একদিন নিজ বাড়িতে থাকবে। পরদিন ঢাকার উদ্দেশে রওনা দেবে হামজা। আর চাচা দেওয়ান গোলাম মাসুদ বলেন, দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসার কারণে লাল-সবুজের জার্সি গায়ে খেলতে আসছে হামজা চৌধুরী। লন্ডন থেকে সিলেট হয়ে প্রথমে গ্রামের নিজ বাড়িতে আসবেন হামজা। আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমার ভাতিজা হামজাকে সংবর্ধনা দেওয়া হবে।

হামজাসহ তার সঙ্গীদের নিরাপত্তার বিষয়ে সজাগ বাফুফে৷ বিকালে ঘুরে দেখেছেন আয়োজনের শেষ অবস্থা৷ জানিয়েছেন সিকিউরিটির ক্ষেত্রে কোনো আপোষ নয় বাফুফে৷ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে ২০ মার্চ দেশ ছাড়বেন হামজা চৌধুরী। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে দেওয়ান হামজা চৌধুরীর।

একাত্তর/এসি
এলেন-দেখলেন-জয় করলেন! মাটি ও মানুষের গন্ধে এসেছিলেন বাংলাদেশে। সঙ্গে এনেছিলেন ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠা স্ত্রী অলিভিয়া চৌধুরীকেও।
ব্রাজিলের কোচ বানাতে আবারো কার্লো আনচেলত্তির সাথে আলোচনা শুরু করেছে দেশটার ফুটবল ফেডারেশন। রিয়াল মাদ্রিদ নাকি ব্রাজিল কাকে বেছে নেবে আনচেলত্তি।
প্রথম মিনিটেই বাংলাদেশ যে সুযোগটা পেলো, তাতে ভারতীয় গোল কিপার গোল পোস্ট থেকে ছিলেন অনেকটা দূরে। তবে গোলমুখে সেই শট লক্ষ্যভ্রস্ট হয় রনির। এরপর আরও কয়েকবার আগে সুযোগ। কিন্তু এর কোনোটাই কাজে লাগানো...
সময় ঘনিয়ে আসছে। অপেক্ষা একটি ভোরের। এরপরই বাংলাদেশ-ভারতের ফুটবল মহারণ। ম্যাচটি ঘিরে উন্মাদনার কমতি নেই সমর্থকদের মধ্যে। দক্ষিণ এশিয়ার ফুটবলে সবচেয়ে ডার্বি এই ম্যাচ; তাই উত্তেজার পারদ তুঙ্গে। এমন...
সংস্কার না করে নির্বাচন করলে যে দল ক্ষমতায় আসবে তারা আদৌ কি সংস্কার করতে পারবে’- এমন যারা ভাবছেন তাদের উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার হলো রাজনৈতিক অঙ্গিকার।...
দেশের সংবিধান ভারতের প্রেসক্রিপশনে তৈরি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। তাদের দাবি, শেখ মুজিবের একচ্ছত্র ক্ষমতা নিশ্চিত করতেই ৭২ এর সংবিধান প্রণয়ন করা হয়। যা গেলো ৫৪ বছরেও...
ছয় দফা দাবি আদায়ে এবার সারাদেশে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা। রোববার (২০ এপ্রিল) দেশের জেলা ও বিভাগ পর্যায়ে এই কমসূচি পালন করবেন তারা।
ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের এখন থেকে ৫০০ টাকায় পাঁচ এমবিপিএসের বদলে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত