সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
 

জমে উঠছে ডিপসিক বনাম ওপেনএআই লড়াই

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১২:৫৯ পিএম

প্রতিদ্বন্দ্বী চীনা অ্যাপ ‘ডিপসিক’-এর বিরুদ্ধে নিজেদের মডেল নকল করার অভিযোগ এনেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। কোম্পানিটি দাবি করেছে, ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দিতে নিজস্ব এআই মডেল তৈরির জন্য ওপেনএআই-এর তথ্য ব্যবহার করেছে ডিপসিক।

ডিপসিকের আত্মপ্রকাশ বিশ্বজুড়ে শেয়ার বাজারে আলোড়ন তুলেছে। কারণ চীনা এই অ্যাপটি তুলনামূলক কম অর্থ ও কম্পিউটিং শক্তি ব্যবহার করেও প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলোর মতো উচ্চমানের ফলাফল দিতে পারছে। চীনে নতুন বছরে আলিবাবা বাজারে এনেছে কুয়েন টু পয়েন্ট ফাইভ ম্যক্স এআই।

বিষয়টি যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারকে অস্থিতিশীল করে তুলেছে। কারণ চিপ প্রস্তুতকারক কোম্পানি এনভিডিয়ার শেয়ার মূল্যে একদিনে ইতিহাসের সবচেয়ে বড় পতন ঘটেছে, বাজারমূল্য কমেছে প্রায় ৬০ হাজার কোটি ডলার।

এই পরিস্থিতিতে, এআই কোম্পানিগুলো এবং বিনিয়োগকারীরা ডিপসিকের এত দ্রুত উত্থানের কারণ খুঁজতে ব্যস্ত। ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, ডিপসিক নিজেদের ডেটা সংগ্রহ করেছে কিনা তা নিয়ে তদন্ত চালাচ্ছে ওপেনএআই এবং তাদের প্রধান বিনিয়োগকারী মাইক্রোসফট।

ওপেনএআই দেখতে পেয়েছে, কিছু ব্যক্তি তাদের এআই মডেল থেকে বিপুল পরিমাণ তথ্য রপ্তানি করেছে, যা ডিপসিকের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

এবিষয়ে ফিন্যান্সিয়াল টাইমস বলছে, ওপেনএআই ‘ডিস্টিলেশন’ পদ্ধতির কিছু প্রমাণ পেয়েছে। তারা এর জন্য ডিপসিককে সন্দেহ করছে। এই পদ্ধতিতে মূলত এক এআই মডেল অন্য এআই মডেলের কাছ থেকে বারবার প্রশ্ন করে এবং সেসব উত্তর বিশ্লেষণ করে নিজেকে প্রশিক্ষিত করে। এমন কাজকে ওপেনএআই-এর শর্তাবলির লঙ্ঘন বলে মনে করা হচ্ছে।

তবে ওপেনএআই নিজেও অন্যদের তথ্য ব্যবহার করার জন্য সমালোচিত হয়েছে। নিউইয়র্ক টাইমস-এর নেতৃত্বে কয়েকটি গণমাধ্যম তাদের বিরুদ্ধে মামলাও করেছে।

এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে কাজ করছেন, যাকে তিনি ‘ফিজিক্যাল এআই’ বলছেন, যেখানে মানবসদৃশ রোবট ও স্বয়ংচালিত গাড়ির মতো বাস্তব বিশ্বের সমস্যাগুলোর সমাধান দেয়া হবে।

এসবের মাঝে চীনের নতুন বছরের প্রথম দিনে আলিবাবা কুয়েন ২ পয়েন্ট ফাইভ ম্যক্স এআই’র নতুন ভার্সন বাজারে ছেড়েছে। তাদের দাবি নতুন মডেলটি ডিপসিক-ভি থ্রি এবং জিপিটি-ফোর জিরোকেও ছাড়িয়ে গেছে।

এদিকে, ডিপসিকের চমকে এআই চিপের ব্যবসাও রমরমা। এএসএমএল ২০২৫ সালে তাদের রাজস্ব ৩১ থেকে ৩৬ বিলিয়ন মার্কিন ডলার হবে বলে পূর্বাভাস দিয়েছে।

এআরএস
সার্চ ইঞ্জিনের জগতে বিপ্লব আনতে চলেছে ওপেনএআইয়ের এআইভিত্তিক 'সার্চজিপিটি'। প্রযুক্তিবিদরা বলছেন, গুগলকে টেক্কা দিতেই নাকি এ ঘোষণা দিল ওপেনএআই।
চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই এবার গুগলকে চ্যালেঞ্জ জানাতে নতুন ‘সার্চ ফিচার’ আনছে। যুক্তরাষ্ট্রের কিছু ব্যবহারকারী এখন এ সার্ভিসটি ব্যবহার করতে পারছেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ঝুঁকি মোকাবিলায় আইন মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘এআই আইন’ প্রণয়নের কথা ভাবছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
বিকল্প নয়, বরং মানুষের সহায়ক হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। সম্প্রতি কেমব্রিজশায়ারের এক সংস্থার প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে।
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক স্থান থেকে একদিনেই তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গণমাধ্যম মালিক, সম্পাদক ও অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলে সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
রাজবাড়ীর কালুখালীতে ছয় বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দিপক সরকার (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত