জাতিসংঘের পুলিশ প্রধান সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
স্থানীয় সময় মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান আইজিপি। এসময় বিমানবন্দরে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্কের কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
তাছাড়া নাগরিক সমাজের ব্যানারে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি বিমানবন্দরে উপস্থিত হয়ে বাংলাদেশ পুলিশ প্রধানকে স্বাগত জানান। সেখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক মহাপরিচালক থাকায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়েছিলেন বর্তমান আইজিপি বেনজীর আহমেদ। ফলে আগামী ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বরের অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের পুলিশ সামিটে তিনি যোগ দিতে পারছেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলি, নিহত এক
আগামী ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় যুক্তরাষ্ট্র নাগরিক কমিটির পক্ষ থেকে বেনজীর আহমেদকে সংবর্ধনা জানানো হবে।
একাত্তর/আরএ