একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক গোলাম মুরশিদকে শেষ বিদায় জানিয়েছেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষ।
সোমবার জানাজা শেষে লন্ডনের গার্ডেন অফ পিসে সমাহিত করা হয় লন্ডন প্রবাসী বরেণ্য এই লেখককে।
এসময় শ্রদ্ধা, ভালোবাসা ও অশ্রুসিক্ত নয়নে প্রিয় লেখক, গবেষক ও সংবাদ উপস্থাপক অধ্যাপক গোলাম মুরশিদকে চিরবিদায় জানায় ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষ।
লেখকের দীর্ঘদিনের সহকর্মী, সাংবাদিক, সাংস্কৃতিক অঙ্গনের শিল্পী, ভক্ত ও স্বজনরা শেষ বিদায়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গোলাম মুরশিদের স্ত্রী এলিজা মুরশিদ জানিয়েছেন, আত্মজীবনী লেখা শুরু করলেও শেষ করতে পারেননি গোলাম মুরশিদ।
একুশে পদক বিজয়ী লন্ডন প্রবাসী বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক গোলাম মুরশিদ, ৮৪ বছর বয়সে গত ২২ আগস্ট বার্ধক্য জনিত কারণে লন্ডনের কুইন্স হাসপাতালে মৃত্যুবরণ করেন।
১৯৪০ সালে তিনি বরিশালের মর্যাদাসম্পন্ন এক শিক্ষক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পরিবারের অধিকাংশই শিক্ষকতাকে পেশা হিসেবে বরণ করেছেন।
পেশা জীবনে মুরশিদ কয়েক দশক সাংবাদিকতায় যুক্ত থাকলেও গবেষণা কখনও তার পিছু ছাড়েনি। তিনি দেশে ও বিদেশের অনেক নামকরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণা করেছেন।
আশির দশকের মাঝামাঝি তিনি বিবিসি বাংলায় যোগ দিয়েছিলেন।